৩১ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার রাফায়েল ভারানে। আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন। এবার ক্লাব ফুটবলকেও বিদায় জানালেন। একদা রোনাল্ডোর সঙ্গে রিয়াল মাদ্রিদে খেলেছেন তিনি, পরবর্তীতে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও খেলেছেন। আন্তর্জাতিক পর্যায়ে ফ্রান্সের হয়ে প্রতিনিধিত্ব করতেন রাফায়েল। ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। ২০১১ সালে ১৮ বছর বয়সে রিয়াল🌜 মাদ্রিদে যোগ দিয়েছিলেন রাফায়েল, জীবনের দীর্ঘ ১০ বছর কাটান সেখানে। ২৩৬টি ম্যাচ খেলেছেন রিয়ালের হয়ে। এরপর ২০২১ সালে যোগ দেন ম্যানচেস্টার ইউ🐲নাইটেড। এরপর চলতি মরশুমে যোগ দিয়েছিলেন ইতালির ক্লাব কোমোতে, তবে সেখানে একটি ম্যাচও না খেলে অবসর ঘোষণা করলেন।
এদিন নিজের ইনস্টাগ্রামে রাফায়েল ভারানে লেখেন, ‘সব ভালো জিনিসের শেষ আছে। আমি আমার ফুটবল জীবনে অনেক ধরণের চ্যালেঞ্জ গ্রহণ করেছি। অনেক বাধা অতিক্রম করেছি। অনেক স্মৃতি এবং আবেগ জড়িয়ে রয়েছে, সেগুলি জীবনের শেষ দিন পর্যন্ত আমার সঙ্গে থাকবে। আমি অত্যন্ত গর্বের সঙ্গে খেলার থেকে অবসর গ্রহণ করছি। আমি নিজেকে সবসময় সফলতার চূড়ায় দেখতে ভালোবাসি। আমি বহুবার পড়েছি, তারপর আবার উঠে দাঁড়িয়েছি। তবে এবার আমার বুট জোড়া তুলে রাখার পালা। আমার কাছে সবচেয়ে আনন্দের বিষয় আমি আমার শেষ ফুটবল ম্যাচে ওয়েম্বলিতে ট্রফি জিতেছি। আমি সবসময় নিজের জন্য, ক্লাবের জন্য এবং দেশের জন্য লড়াই করতে ভালোবাসি। লেন্স থেকে মাদ্রিদ হোক কিংবা ম্যানচেস্টার বা জাতীয় দল, আমি যেখানেই খেলেছি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।ꦓ কিন্তু একজন ক্রীড়াবিদ হিসেবে আমরা কখনও সন্তুষ্ট হই না, কখনও সাফল্যকে স্বীকার করি না। এটাই আমাদের স্বভাব, এটাই আমাদের খেলার রসদ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।