লিভারপুলের ঘরের মাঠে দু’গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। সেই পরিস্থিতি থেকে অসাধারণ প্রত্যাবর্তন রিয়ালের। যার জেরে পরে ৫ গোল হজম করতে হয় লিভারপুলকে। মঙ্গলবার চ্যা💫ম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়ালের লড়াকু প্রত্যাবর্তনের সাক্ষী থাকল গোটা ফুটবল বিশ্ব। ৫-২ ম্যাচটি জিতল ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর প্রাক্তন ক্লাব। এই ম্যাচে করিম বেঞ্জেমা এবং ভিনিসিয়াস জুনিয়র ২টি করে গোল করেছেন। একটি গোল এদের মিলিতাও-এর।
অ্যাওয়ে ম্যাচে রিয়াল মাদ্রিদ যে রকম পারফরম্যান্স করেছে, তাতে কোয়ার🐟্টার ফাইনালে তাদের যাওয়া কার্যত নিশ্চিত বলা যেতেই পারে। দ্বিতীয় লেগে লিভারপুলকে খেলতে হবে রিয়ালের ঘরের মাঠে। তাতে লড়াইটা আরও কঠিন হল লিভারপুল𓆏ের জন্য। তারা বড় কোনও অঘটন না ঘটাতে পারলে, রিয়ালের কোয়ার্টারে যাওয়া কার্যত নিশ্চিত।
লিভারপুল আর রিয়াল মাদ্রিদ গত বছর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল। সে বারও ভিনিসিয়াসের একমাত্র গোলে শিরোপা জিতেছিল রিয়ালই। এ বার প্রতিশোধ নেওয়ার বদলে বরং রিয়ালের গতিতে গুঁড়িয়ে গেল লিভারপুল। মঙ্গলবার ম্যাচের ১৩ মিনিটের মধ্যে লিভারপুল দু’গোলে এগিয়ে যাওয়ায় অনেকেই মনে করেছিলেন, রিয়ালের বিরুদ্ধে মধুর বদলাটা ঘরের মাঠে একপেশে ভাবে নিয়ে ফেলবে লিভারপুল। কিন্🔜তু সেটা আর হল ক🅰োথায়!
আরও পড়ুন: ফ্রি-কিকে দুরন্ত গোল মেসির, রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে জয় PSG-র: ভ🐟িডিয়ো
রিয়ালের ডিফেন্ডারদের ভুলে চতুর্থ মিনিটেই লিভারপুলকে এগিয়ে দেন ডারউইন নুনেজ। মহম্মদ সালাহর পাস থেকে ব্যাক হিলে গোল করেন তিনি। রিয়াল দ্বিতীয় গোল খায় গোলকিপার থিবো কুর্তোয়ার খারাপ একটি ভুলের কারণে। সতীর্থের থেকে বল পেয়েছিলেন কুর্তোয়া। বুকে রিসিভ করলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি।💯 সামনেই ছিলেন সালাহ। সেই বল ধরেই সোজা জালে জড়ান তিনি। লিভারপুল ২-০ এগিয়ে যাওয়ার পর অবশ্য গুটিয়ে যায়নি রিয়াল। বরং তেড়েফুড়ে ওঠে। ভিনিয়াসের জোড়া গোলে বিরতির আগেই সমতা ফেরায়।
২১ মিনিটে প্রথম গোল শোধ করেন ভিনিসিয়াস। বক্সের সামান্য ভেতর থেকে ডান পায়ের বাঁকানো শটে বিপক্ষ গোলকিপারকে পরাস্ত করেন তিনি। রিয়ালের দ্বিতীয় গোলটি হয় আবার লিভারপুলের গোলকিপার অ্যালিসন বেকারের ভুলে। কুর্তোয়ার মতোই একই ভুল করে বসেন অ্যালিসন বেকার। তিনিও সতীর্থের থেকে পাস পেয়ে, সেটা সতীর্থকেই ফেরাতে গিয়েছিলে𒐪ন, সেই বলই জালে জড়ান ভিনিয়াস।
আরও পড়ুন: মেসি মানা করেছিল, কিন্তু আমার মজা লাগছিল- 🎐অশ্লীল অঙ্গভঙ্গি প্রসঙ্গে মার্টিনেজ
বিরতির পর ২০ মিনিট খেলা গড়াতেই রিয়াল ঝড় তুলে ৫-২ করে ফেলে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ঠিক পরেই মাত্র দু’মিনিটের মাথায় লুকা মদ্রিচের ফ্রি🙈কিক থেকে হেডে গোল করেন মিলিতাও। তার পর থেকেই লিভারপুল রক্ষণে লাগাতার আক্রমণ শানাতে থাকেন রিয়াল খেলোয়াড়রা। চতুর্থ গোলটি করেন বেঞ্জেমা। রদ্রিগোর সঙ্গে পাস খেলে বক্সের কাছাকাছি পৌঁছে যান তিনি। সেখান থেকে বাঁ পায়ে শট লিভারপুলের এক ডিফেন্ডারের গায়ে লেগে গোলে ঢোকে। রিয়ালের পঞ্চম গোল প্রতি আক্রমণের ফসল। লিভারপুলের ফুটবলারের থেকে বল কেড়ে নেন মদ্রিচ। তিনি পাস দেন ভিনিসিয়াসকে। ব্রাজিলের ফুটবলারের পাস থেকে বিপক্ষের গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়ান বেঞ্জেমা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।