শুভব্রত মুখার্জি: কয়েকদিন আগেই সিকিমের উত্তরাংশে তিস্তা নদীর উপর বাঁধ ভেঙে গিয়ে কি ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল তার সাক্ষী আ💦মরা সকলেই।লোনক হ্রদের প্রাচীর ভেঙে প্রচন্ড গতিতে নেমে আসা বিপুল জলরাশির দাপটে ভেঙে গিয়েছিল তিস্তা নদীর উপরের বাঁধ। ফলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয় সিকিম। তিস্তার প্রবল জলরাশি জাতীয় সড়ক থেকে শুরু করে গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন করে দেয়। মারা যায় শতাধিক মানুষ। নিখোঁজ প্রায় আরও শতাধিক মানুষ। এমন অবস্থায় কেমন করেই বা হাত পা গুটিয়ে বসে থাকতে পারেন সিকিমের ভূমিপুত্র তথা ভারতীয় ফুটবলের অন্যতম কিংবদন্তি তথা প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। কাদা, জলের মধ্যে নেমে ধ্বংস্তূপে দাঁড়িয়েই সিকিমকে ছন্দে ফেরাতে হাতে হাত লাগিয়েছেন তিনি।
সিকিমে এই ভয়াবহ♚ পরিস্থিতির কারণ হিসেবে নানা মত শোনা গিয়েছে। তবে, বিশেষজ্ঞদের মতে, তিস্তার গতিপথ রুদ্ধ করে একাধিক বাঁধ নির্মাণই এর জন্য প্রধানত দায়ী। যার প্রতিশোধ নিচ্ছে স্বয়ং প্রকৃতি। প্রসঙ্গত প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হয়েছে সিকিম। তছনছ হয়ে গিয়েছে বহু এলাকা। ভেসে গিয়েছে সেতু সহ রাস্তা। এখন সিকিমকে দ্রুত স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। সেখানে বন্যায় আটকে পড়া মানুষদের উদ্ধার করার হচ্ছে ভারতিয় সেনার তরফে। সেনার তরফে ত্রাণবিলি করা কাজ শুরু হয়েছে। পাহাড়ি বিভিন্ন এলাকা থেকে জল নেমে যেতেই সেখানের বর্তমান ভয়াবহ চিত্র সামনে উঠে এসেছে। একাধিক রাস্তা ভেঙে চুড়ে গিয়েছে। কাদা ও পলিমাটির আস্তরণে ঢেকেছে বহু বাড়ি এবং এলাকা। সেই কাদামাটি সরাতে হাতে হাত মিলিয়ে কাজে নেমেছেন স্থানীয়রাও। তারাও পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছেন। এই কাজে যোগ দিয়েছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়াও। গামবুট পরে কাদায় নেমে বাইচুং এই কাজ করছেন। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে সেই ছবি। দেখা গিয়েছে, নীল রঙের টিশার্ট গায়ে, হাতে গ্লাভস নিয়ে বেলচা হাতে কাদার মধ্যে নেমে পড়েছেন বাইচুং।
বিভিন্ন বাড়ির মধ্যে জমে থাকা কাদা, পলিমাটি বের করে নিয়ে আসা হচ্ছে। সিকিমের স্থানীয়দের সঙ্গে ময়লা পরিষ্কার অভিযানে নেমেছেন বাইচুংও। প্রসঙ্গত গত ৪ অক্টোবর ভোরে মেঘভাঙা বৃষ্টির জেরে সমস্যায় পড়ে সিকিম। ফেটে যায় উত্তর সিকিমের লোনক হ্রদের প্রাচীর। তার জেরেই নেমে আসে বিপর্যয়ের। ক্ষতিগ্রস্ত হয় উত্তর সিকিমꦺের সিংথাম। ক্ষতিগ্রস্ত হয় গ্যাংটক , মঙ্গনসহ উত্তর সিকিমের বিভিন্ন এলাকা। হড়পা বানেই ভেঙে যায় চুংথাম ড্🌺যাম। ভেসে যায় সিংটামের কাছে বরদাংয়ের সেনা ছাউনি। ভেসে যায় সেনাবাহিনীর প্রায় ৪০টি গাড়ি। নীরবে মৃত্যুমিছিলের সাক্ষী থাকতে হয় সকলকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।