শুভব্রত মুখার্জি: হাঙ্গ থিনহ প্রীতি টুর্নামেন্টের শুরুতেই ভারত মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুরের বিরুদ্ধে। প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ড্র করে ভারতীয় দল। তবে যতগুলো সুযোগ সুনীল ছেত্রীরা পেয়েছিল তাতে করে ম্যাচ থেকে পুরো পয়েন্ট না পাওয়াটা ইগর স্টিম্যাচের ছেলেদের কাছে লজ্জার। আর ম্যাচ জিততে না পারার হতাশা চেপে রাখেননি ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছ𒅌েত্রী। সুযোগ নষ্টের হতাশা জনসমক্ষেই প্রকাশ 𓆉করেছেন তিনি। তার অভিমত অনেক জায়গাতেই আরও ভালো করতে পারত ভারতীয় দল।
ম্যাচ শেষে সুনীল জানিয়েছেন ' অনেক জায়গায় আমরা আরো ভাল করতে পারতাম। আমরা অনেক সুযোগ নষ্ট করেছি শুধু। সত্যি বলত আমরা হয়ত আরো একটু ভাল ক🌸রে ডিফেন্সটা করতে পারতাম। আমি নিশ্চিত কোচ এই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন।'
আরও পড়ুন… UEFA Nations Leaꦆgue: ঘরের মাটিতে ৪ বছর পরে হার, স💟ুইজারল্যান্ডের কাছে আটকে গেল স্প্যানিশ 'আর্মাডা'
তিনি আরো যোগ করে বলেন, ‘নিজেদের উপর খুব বেশি কঠিন না হয়েই বলব বেশ কিছু জিনিস রয়েছে যার উপর আমাদ🐻ের অনেক কা꧋জ করতে হবে। আমাদেরকে ফের ড্রয়িংবোর্ডে ফিরে যেতে হবে। ভিয়েতনামের বিরুদ্ধে ম্যাচে আমাদের উন্নতি ঘটাতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে সকলকে। সিঙ্গাপুরের বিরুদ্ধে যতটা পরিশ্রম আমরা করেছি, ঠিক ততটাই পরিশ্রম আমাদেরকে করতে হবে। আবহাওয়া নিয়ে আমরা কোন অজুহাত দেখাচ্ছি না। দু দিন আগেই আমরা এখানে চলে এসেছিলাম। তবে এটা বলব এখানকার আবহাওয়া বেশ অন্যরকম। তবে বেশ ভালো।’
আরও পড়ুন… ইংল্💎যান্ডকে হোয়াইটওয়াশ! এশিয়ার বাইরে প্রথমবার এ♌মনটা করে দেখালেন হরমনপ্রীতরা
৩৮ বছর বয়সি তার🎀কা জানিয়েছেন, ‘মাঠটাও খুব ভালো ছিল। সবটাই নির্ভর করে আমরা কেমন খেলছি তার উপর। আমাদের আরো ভালো করতে হবে।’ উল্লেখ্য ম্যাচের ৩৭ মিনিটে লিড নিয়েছিল সিঙ্গাপুর দল। ফ্রিকিক থেকে গোল করেন ইকসান ফান্ডি। এর ঠিক মিনিট ছয়েক বাদেই সমতা ফেরায় ভারতীয় দল। জিকসনের পাশ ধরে সুনীলের বাড়ানো বলে গোল করতে ভোলেননি আশিক কুরুনিয়ান। সিঙ্গাপুরের গোলরক্ষক হাসান সানি এগিয়ে এসে গোলের মুখ ছোট করে দিলেও শেষ রক্ষা হয়নি । দ্বিতীয়ার্ধেও ভারত গোল করার বেশ কিছু সুযোগ পেয়েও গিয়েছিল, তবে শেষ পর্যন্ত গোল করতে না পারায় ম্যাচ শেষ হয়েছে ১-১ ফলে। এই মুহূর্তে ফিফার ক্রমতালিকায় ১০৪ নম্বরে রয়েছে ভারতীয় দল। আর ১৫৯ নম্বরে রয়েছে সিঙ্গাপুর। ভারত তাদের পরবর্তী ম্যাচে খেলবে ভিয়েতনামের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।