কাতারের লুসেইল স্টেডিয়াম। আর্জেন্তিনা-ফ্রান্স বিশ্বকাপ ফাইনাল। কানায় কানায় ভর্তি স্টেডিয়াম। শতাব্দীর অন্যতম সেরা ফাইনাল ম্যাচ উপহার দিয়েছেন মেসি-এমবাপেরা। রুদ্ধশ্বাস ম্যাচের পর টাইব্রেকারে জয়🅷 ছিনিয়ে নেয় মেসির আর্জেন্তিনা। দীর্ঘ ৩৬ বছর পর কাপ পেল দিয়াগো মারাদোনার দেশ। অন্যদিকে ম্যাচে তিনটি গোল꧃ একাই করেন এমবাপে। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেই ভাগ্যের কাছে হারতে হয় ফ্রান্সকে। হারের ফলে ভেঙে পড়ে এমবাপের দল।
ফাইনাল ম্যাচে সাক্ষী থাকতে কাতারে উড়ে গিয়েছিলেন অনেকে। বাদ যাননি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গােপাধ্যায়ও। তিনি একা নন, সঙ্গে 𒆙ছিলেন তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ও। দিন কয়েক আগেই লন্ডন থেকে কলক🐎াতায় ফিরেছিলেন মহারাজ। কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবের উদ্বােধনী অনুষ্ঠানে যোগও দেন তিনি। তারপরই কাতারের উদ্দেশ্যে রওনা দেন সস্ত্রীক সৌরভ।
কাতার ফুটবল বিশ্বকাপে ভারত অংশগ্রহণ করেনি। তবে জড়িয়ে ছিল বিভিন্নভাবে। ফাইনালের রাতে সৌরভ-সহ বলিউডের অনেক তারকাকে দেখা গিয়েছিল লুসেইল স্টেডিয়ামের গ্যালারিতে। প্রাক্তܫন খেলোয়াড় ক্যাসিয়াসে সঙ্গে অভিনেত্রী দীপিকা পাডুকোন বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেছেন। শাহরুখ খান তার ছবির প্রচার করেছেন র✅ুনিকে সঙ্গে নিয়ে। নোরা ফাতেহি, রনবীর কাপুর, কার্তিক আরিয়ান-সহ এক ঝাঁক তারকাকে উপস্থিত থাকতে দেখা গেছে।
সৌরভ ও ডোনার পাশাপাশি বসে খেলা দেখেছেন শিল্পপতি পার্থ জিন্দাল। ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে কিছু ছবি ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন ডোনা। সৌরভ ব্রাজিল ভক্ত হলেও মেসির খেলা তাঁকে মুগ্ধ করেছে তা তিনি অনেকবারই নিꦐজে মুখে বলেছেন। ব্রাজিল ভক্ত হয়েও মেসির হাতে বিশ্বকাপ দেখে খুশি মহারাজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।