সর্বকনিষ্ঠ তনয়ার গোলেই বাজিমাত করল স্পেন। ২০২৩ ফিফা মহিলা বিশ্বকা🥃পের প্রথম দল ෴হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল তারা। নেদারল্যান্ডসকে ২-১ হারিয়ে শেষ চারে নিজেদের জায়গা পাকা করল স্পেনের মেয়েরা।
ম্যাচের অতিরিক্ত সময়ে ১৯ বছরের সালমা পারালুয়েলোর গোলেই প্রথম বার মেয়েদের বিশ্বকাপের সেমিতে উঠল স্পেন। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে বাজিমাত করেছে স্পেন। স্পেনের ফুটবল ইতিহাসে বিশ্বকাপ বা ইউরোতে মেয়েদের শেষ চღারে ওঠা এবারই প্রথম। এর আগে বিশ্বকাপে শেষ ষোলো আর ইউরোতে শেষ আটে উঠেছিল স্পেনের মেয়েরা। সেই দিক থেকে সর্বকনিষ্ঠ তনয়ার গোলই ইতিহাস লিখতে সাহায্য করল স্পেনের মেয়েদের।
ওয়েলিংটন রিজিওনাল স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ ছিল। অতিরিক্ত সময়ে ১১১ মিনিটে প্র🌊া𝓡য় একক প্রচেষ্টায় গোল করে স্পেনের সেমির রাস্তা প্রশস্ত করে পরিবর্ত হিসেবে নামা সালমা পারালুয়েলো।
আরও পড়ুন: ভারতীয় ফুটবলের উন্নতিতে ISL বড় ভূমিকা পালন করেছে- দরাজ সার্টিফ✃িকেট দিলেন রোহিত
ম্যাচের শুরু থেকেই স্পেনꦡ অবশ্য বল দখলের লড়াইয়ে এগিয়েই ছিল। তারা আক্রমণাত্মক মেজাজেই খেলছিল। তবে আগের চার ম্যাচে ১৩ গোল করা স্প্যানিশরা এই ম্যাচে কিছুতেই গোলের মুখ খুলতে পারছিলেন না। ম্যাচের ৮১ স্পেন গোলের মুখ খুললেও, সেই গোলটি হয়েছিল আসলে পেনাল্টি থেকে। ফিল্ড গোল নয়।
এই গোলের দশ মিনিট আগেই পরিবর্ত হিসেবে নামা সালমা পারালুয়েলো নেদারল্যান্ডস বক্সের দিকে ক্রস বাড়ালে বল লাগে স্টেফানি ভ্যান ডার গ্রাট হাতে। ইন্টার মিলানের এই ডিফেন্ডার বক্সের বাইরে থাকলে তাঁর হাত ছিল বক্সের ভেতরে। 🧸ভিএআর-এর সাহায্যে হ্যান্ডবল নিশ্চিত করা হলে, স্পেনকে পেনাল্টি দেন রেফারি। নির্ধারিত সময় শেষের মিনিট দশেক আগে পাওয়া এই সুযোগ কাজে লাগিয়ে স্পেনকে এগিয়ে দেন 𒁏মারিওনা কালদেন্তে।
গোল খেয়ে ডাচেরা তেড়েফুড়ে ওঠে শোধের জন্য। নেদারল্যান্ডসের প্রায় সবাই উঠে আসেন মাঝমাঠে। স্পেনের লক্ষ্য ছিল তাদের অফসাইডের ফাঁদে ফেলা। তবে ফাঁদ এড়িয়েই খেলার একেবারে শেষ মুহূর্তে ইনজুরি টাইমে ১-১ করেন সেই সᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ্টেফানি ভ্যান ডার গ্রাট। যার হ্যান্ডবলের জেরে স্পেন পেনাল্টি পেয়েছিল। গ💜োল করে যেন কিছুটা দোষ স্খালন করেন গ্রাট। ৬২ শতাংশ সময় বলের দখল রেখে আর নেদারল্যান্ডের চেয়ে তিন গুণ বেশি (১৮) শট নিয়েও স্পেনকে নির্ধারিত সময়ে ১-১ শেষ করতে হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।