সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন জাতীয় দলের স্ট্রাইকার সুনীল ছেত্রী। দীর্ঘ দু দশকের বর্ণময় কেরিয়ারে সমাপ্তি ঘটেছে সুনীলের জাতীয় দল থেকে অবসরের সঙ্গে সঙ্গেই। দলকে বিশ্বকাপের ✤যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে তুলতে না পারলেও সুনীলের পারফরমেন্স জাতীয় দলে চোখে লাগার মতো, ৩৯ বছর বয়সেও তরুণ ফুটবলারদের সঙ্গে পাল্লা দিয়ে খেলে গেছেন। এখনও তাঁর মতো স্ট্রাইকার দলে পাচ্ছেন না ইগর স্টিম্যাচ। বর্তমানে ফুটবল ছেড়ে বিশেষ✨জ্ঞ হিসেবে কাজ করছেন ইউরো কাপের সম্প্রচারকারী সংস্থার হয়ে। এরই মধ্যে ফাদার্স ডে-তে নিজের বাবাকে নিয়ে নস্টালজিক ছেত্রী , জানিয়ে দিলেন তিনিও বেস্ট ফাদার হয়ে উঠতে চান সন্তানের কাছে। ছেলে একটু বড় হলেই নিয়ে যেতে চান বেঙ্গালুরু এফসিতে, নিজের ট্রেনিংয়ে।
গতবছর জুন মাসেই জন্ম হয়ে তাঁর সন্তান ধ্রুবর। তাঁকে ভবিষ্য়ৎ নিয়ে কোনওরকম জোর করতে চাননা ছেত্রী। জানিয়ে দিচ্ছেন এক্ষেত্রে নিজের বাবার পথই অবলম্বন করতে চলেছেন তিনি। নিজের ছেলেকে ছোট থেকেই শেখাতে চান ঠিক আর ভুল। অকারণে চাপ দিতে বা অযথা ভাষণ দিতে চান না। বরং তাঁর বড় হয়ে ওঠ🎃ার পথে পাশে থাকতে চান সব সময়, যেভাবে তাঁর বাবা তাঁর উত্থানের সময় সমর্থন করতেন সব সময়।
আরও পড়ুন-কোপা আমেরিকার আগে স্বস্তি! মꦕেসি ম্যাজিকে পিছিয়ে পড়া ম্যাচে জয় আর্জেন্তিনার
সুনীল ছেত্রী বলছেন, ‘আমি যখন ছোট ছিলাম তখন মা-কে দেখেই বড় হয়েছি, কারণ আমার বাবা দেশের হয়ে সেবা করত। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই বুঝতে শিখেছি জীবনে বাবার গুরুত্ব ঠিক কতটা। মূল্যবোধ পেতে বাবার পথই অনুসরণ করেছি আমি। বাবা আমাদের থেকে অনেক দূরে থাকলেও আমি চেষ্টা করতাম বাবার মতো ড্রেস করতে, কথা বলতে, তাঁকে সব সময় ফলো করতে। অবসর ❀নেওয়ার পর আমার ফুটবলার হয়ে ওঠার পিছনে পুরোপু🌄রি সময় দিয়েছিল বাবা, সব চিন্তাই ছিল আমার খেলাকে কেন্দ্র করে। ’।
আরও পড়ুন-ম্꧒যাকমুলেন-বেরিংটনদের বিরুদ্ধে ৬টি ক্যাচ🎃 মিস অজিদের! কাকতালীয় না ইচ্ছাকৃত? প্রশ্ন ইংরেজদের
তাঁর ছেলে একদম ছোট তাই বাবার জাতীয় দলের হয়ে ফুটবল খেলা লাইভ দেখতে পারল না। যদিও সুনীল বলছেন, ‘আমি কখনও কখনও বিষয়টা নিয়ে ভাবি, কিন্তু তারপরই মনে হয়🤪, এখন আধুনিকতার যুগে তথ্য প্রযুক্তি এতটাই উন্নত যে আমার প্রচুর ভিডিয়ো আমার ছেলে দেখতে পারবে ইন্টারনেটে। এখনও আমার এক বছর বাকি রয়েছে বেঙ্গালুরু এফসিতে, তাই ট্রেনিংয়ের সময়🍸 ওকে নিয়ে যাব ভাবছি মাঝে মধ্যে ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।