আগামী বছর ভারত অংশ নেবে মেয়েদের এএফসি এশিয়ান কাপে। তারই প্রস্তুতি চলছে। এ মাসের শেষে প্রথমবার ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে ভারতের মহিলা ফুটবল দল। মেয়েদের দলের ডিফেন্ডার সুইটি দেবী কিন্তু পেলের দেশের বিরুদ্ধে নামর আগে ভয় পাচ্ছেন না। বরং তাঁর দাবি, ব্রাজিলের বিরুদ্ধে ভারতীয়রা সᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚেরা ফুটবলটা খেলবে! এর আগে ভারতীয় দলের মেয়েরা খেলেছেন তুরস্ক, উজ়বেকিস্তান, সংযুক্ত আমিরশাহি, বাহরিন ও সুইডেনে গিয়েও। তবে ‘বিশ্বসেরা’ মার্তা ভিয়েরা দা সিলভাদের বিরুদ্ধে খেলবেন প্রথম। যে ম্যাচ নিয়ে আদৌ আতঙ্কিত নন ভারত-অধিনায়ক।
সুইটি মনে করেন, ফিফা ক্রমতালিকায় অনেকটা এগিয়ে থাকা দলের বিরুদ্ধে খেলাটা তাঁদের কাছে বড় পরীক্ষা, ‘আমরা তৈরি হয়েই ব্রাজিলে যꦍাচ্ছি। ভাল দলের বিরুদ্ধে নিজেদের অবস্থা যাচাই করে নেওয়ার সুযোগ বেশি আসে না। এমনিতেও আমাদের দল উন্নতি করছে।’ তিনিআরও বলেছেন, ‘সাম্প্রতিক কালে বেশ কয়েকটা দেশে সফর করেছি। আমিরশাহি, বাহরিন, চিনা তাইপেই, সুইডেনের মতো দলের বিরুদ্ধেও আগে খেলিনি। পরপর বিদেশ সফরে দলের তীক্ষ্ণতা বেড়েছে। যা আগামী দিনে ব্রাজিলে বিরুদ্ধে আমাদের বাড়তি আত্মবিশ্বাসী করবে।’ প্রসঙ্গত মেয়েদের দল সুইডিশ কোচ থোমাস দেনারবির কাছে ঝাড়খণ্ডে অনুশীলন করেছে অগস্ট থেকে।
ব্রাজিলের মানাউসে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত খেলবে ভারতের মহিলা দল। তারা অংশ নিবে চিলি এবং ভেনেজ়ুয়েলাতেও। তবে ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামার আগে এআইএফএফ ওয়েবসাইটে নিজের পরিকল্পনার কথা বলেছেন সুইটি। তিনি জানিয়েছেন, ‘সবার আগে মানসিক ভাবে শকཧ্তিশালী হতে হবে। ব্রাজিলের সঙ্গে খেলাটা সহজ নꦓয়। তবে কোচেরা এখন থেকেই ওই ম্যাচের রণকৌশল নিয়ে ভাবছেন। আমাদের শুধু সম্মিলিত শক্তি হিসেবে ঝাঁপিয়ে পড়তে হবে। অবশ্যই ব্রাজিলকে শ্রদ্ধা করি। তবু ভালো কিছু করার মরিয়া চেষ্টা করব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।