ফেনেরবাচের সঙ্গে বিচ্ছেদ করে প্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্তানবুল বাসাকসেহিরে এলেন ওজিল।এক সময় পাদপ্রদীপের আলোয় ছিলেন জার্মানির প্রাক্তন তারকা ফুটবলার। এরপর একটু একটু ক🐻রে আড়ালে চ মেসুত ওজিল। রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের এই প্রাক্তন মিডফিল্ডার ফের শিরোনামে চলে এলেন। শেষ হওয়ার দুই বছর আগেই তার সঙ্গে চুক্তি বাতিল করল ফেনেরবাচ। ২০২১ সালের জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে তুর্কিস দল ফেনেরবাচে যোগ দিয়েছিলেন ওজিল। দলটির হয়ে ২০২৪ সাল পর্যন্ত খেলার কথা ছিল তার। কিন্তু গত মার্চে দল থেকে ‘বাদ’ পড়ার পর আর খেলার সুযোগ হয়নি ওজিলের। বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, এরপরেই পারস্পারিক সমঝোতার ভিত্তিতে এই দু’বছর আগেই চুক্তি বাতিল হয়ে যায়।
আরও পড়ুন… Singapore Open 2022: প্রায় ১৫ মাস পরে আবার কোয়ার্টার ফাইনালে সাই♊না নেহওয়াল
তব🐠ে এখানেই থেমে থাকেননি ওজিল। বৃহস্পতিবার নতুন ঠিকানা হিসেবে জার্মান মিডফিল্ডার বেছে নিয়েছেন ইস্তানবুল বাসাখসেহিরকে। ৩৩ বছর বয়সী প্লেমেকারকে এক বছরের চুক্তিতে ইস্তানবুল বাসাকসেহিরে দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তবে ভবিষ্যতে চুক্তির মেয়াদ আরও ১২ মাস বৃদ্ধির সুযোগও রয়েছে। ক্লাবের তরফে এক বিবৃতিতে তারা বলেছে, ‘এক বছর🍸ের চুক্তিতে আমাদের ক্লাব ওজিলকে দলে নিয়েয়েছে। তবে আরও একবছর চুক্তি বৃদ্ধি করার সুযোগ রয়েছে।’
আরও পড়ুন… Singapore Open 2022: প্রায় ১৫ মাস পরে আবার কোয়ার্টার ফাইনালে সাইনা নেহওয়া♒ল
ফেনেরবাচের সঙ্গে বিচ্ছেদের পর নিজের হতাশা আড়াল করেননি ওজিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বুধবার লিখেছেন, ‘জীবন পুরোপুরি অনিশ্চয়তায় মোড়া।’ ২০২১ সালে ফ্রি ট্রান্সফারে আর্সেনাল থেকে ফেরেনবাচে যোগ দিয়েছিলেন ওজিল। গত মার্চে কোচের সঙ্গে দ্বন্ধে জড়িয়ে দলটির স্কোয়া🎃ডের বাইরে ছিলেন তিনি। এর আগে দলটির হয়ে সবমিলিয়ে ৩৭টি ম্যাচ খেলেছেন তিনি, করেছেন নয়টি গোল। ২০১৯-২০ মরশুমে তুরস্কের শীর্ষ লিগের শিরোপা জিতেছিল এই দলটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।