কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলতে চেয়ে আইএফএ-র কাছে আগেই আবেদন করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব। আইএফএ সূত্রের খবর,রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার পদাধিকারীদের সঙ্গে অভিষেকেরও এ বিষয়ে কথা হয়েছে। লিগ খেলতে চাওয়ার আবেদন আগেই জমা দেওয়া হয়েছে। তাদের অনুমতি পাওয়াটাই এখন সময়ের অপেক্ষা। এমপি কাপে খেলতে গিয়♊ে ডায়মন্ড হারবার ক্লাব আবির্ভাবেই সাড়া ফেলে দিয়েছিল। তখনই ডায়মন্ডহারবাꦚরের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক জানিয়ে দিয়েছিলেন ডায়মন্ড হারবারের একটি দলকে কলকাতা লিগে খেলাবেন তিনি।
এখন প্রশ্ন হল কেমন হবে ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের অফিশিয়াল লোগো? সৃজনশীল মস্তিষ্কের উপরেই আস্থা রেখেছেন ক্লাবের কর্মকর্তারা। ক্লাবের পক্ষ থেকে শুরু করা হয়েছে লোগো ডিজাইন প্রতিযোগিতা। সাধারণ মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। বিজয়ীর হাতে অভিষেক বন্দ্যে💫াপাধ্যায়ের সই করা ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের জার্সি তুলে দেওয়া হবে সেরা সৃষ্টিশীলের হাতে। প্রতিযোগিতার আয়োজ🍃করা জানিয়েছেন, ১০ এপ্রিলের মধ্যে পাঠাতে হবে‘অফিশিয়াল লোগো’। ক্লাবের তরফ থেকে বলা হয়েছে, লোগো ডিজাইন করে পাঠিয়ে দিতে হবে ৯০৮৩০০৬৪১৯ নম্বরে অথবা মেল করতে হবেdiamondharbourfc@gmail.com এ। যাঁর হাতের কাজ লোগো হিসেবে বেছে নেওয়া হবে তিনিই পাবেন পুরস্কার।
জানা গিয়েছে, পয়লা বৈশাখই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছে ডায়মন্ডহারবার ক্লাব। ওইদিন বারপুজো করে অনুশীলন শুরু করছে দলটি। ঠিক হয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব নামেই ময়দানে নামবে তারা। একটি টুইটার হ্যান্ডেলও তৈরি হয়েছে ক্লাবের। এই নতুন ক্লাবের চিফ প্যাট্রন 🍸অভিষেক নিজে। সচিব পদে রয়েছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, ক্লাবের সভাপতি করা হয়েছে প্রাক্তন ফুটবলার গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়কে। দলের কোচ করা হয়েছে প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়কে। এমন উদ্যোগ কলকাতা ময়দানে আগে কখনও দেখা গেছে কিনা কে জানে। তবে এমন লোগো তৈরি করার উদ্যোগ বিভিন্ন সময়ে আন্তর্জাতিক মঞ্চে দেখা যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।