শনিবার কলকাতা লিগের ডার্বি কি আদৌ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট? এখনও সবুজ-মেরুনের পক্ষ থেকে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে পরিস্থিতি যা, তাতে শনিব🔥ারের কলকাতা ডার্বি নিয়ে তীব্র সংশয় দেখা দিয়েছে। ডার্বির আগেই ঘটে গিয়েছেꦫ নজিরবিহীন এক ঘটনা। বৃহস্পতিবার কলকাতা লিগের ডার্বির জন্য ম্যানেজার্স মিটিং ছিল। তাতে মোহনবাগানের কোনও প্রতিনিধি আসেননি। আর এর পরেই ডার্বিতে বাগানের দল নামানো নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন!
আরও পড়ুন: গোল করলেন আলভারেজ, মেসি, কানাডার বিরুদ🧔্ধে꧒ দাপুটে জয়ে টানা দ্বিতীয় বার কোপার ফাইনালে আর্জেন্তিনা
এদিন ইস্টবেঙ্গলের প্রতিনিধি এলেও, মোহনবাগানের পক্ষ থেকে কেউ ম্যানেজার্স মিটিংয়ে যোগ দিতে আসেননি। ৫০ মিনিট অপেক্ষা করার পর ফ𓄧িরে যান ম্যাচ কমিশনার এবং রেফারি অ🔴্যাসেসর। মোহনবাগান সুপার জায়ান্ট কেন এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে প্রতিনিধি পাঠাল না, সেটা স্পষ্ট নয়। আইএফএ-কে কোনও বার্তা দেওয়া হয়নি। আইএফএর পক্ষ থেকে মোহনবাগানের ম্যানেজারকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তাঁকে ফোনে পাওয়া যায়নি।
আরও পড়ুন: ম্যাড়ম্যাড়ে ব্রাজিল, দশ জনের উরুগুয়েকেও হার♕াতে পারল না, টাই♛ব্রেকারে স্বপ্নভঙ্গ সেলেকাওদের
এদিন আইএফএ অফিসে সন্ধে ছ'টা থেকে মিটিং ছিল। ৬.৫০ পর্যন্ত অপেক্ষা করা হয়। কিন্তু কলকাতা লিগের ডার্🐷বির ম্যানেজার্স মিটিংয়ে যোগ দেয়নি মোহনবাগানের কোনও প্রতিনিধি। তবে কি সবুজ-মেরুন ব্রিগেড ডার্বি খেলতে চাইছে না? মোহনবাগানের প্রতিনিধি না এলেও, ইস্টবেঙ্গলের প্র📖তিনিধিকে নিয়েই বৈঠক হয়। ডার্বির আগে আর কোনও মিটিং হওয়ার সম্ভাবনা নেই। বৈঠকে ইস্টবেঙ্গলের জার্সির রং দেখে নেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী লাল হলুদ জার্সি পরেই খেলবে ইস্টবেঙ্গল।
এদিকে ম্যানেজার্স মিটিং না হলেও, আইএফএ সচিব অনির্🐬বাণ দত্ত কিন্তু আশাবাদী। তিনি দাবি করেছেন, ‘মোহনবাগান আমাদের কিছু জানায়নি। ডার্বি হবে। সূচি প্রকাশিত হয়ে গিয়েছে। ম্যাচের ভেন্যু, সময় জানিয়ে দেওয়া হয়েছে। কোনও কারণে হয়তো ম্যানেজার আসতে পারেনি। মোহনবাগান যে খেলবে না, সেই বিষয়ে আমাদের এখনও কিছু জানানো হয়নি। ওদের মিটিংয়ের ড্রাফটেড মিনিটস পাঠিয়ে দেওয়া হবে। যতক্ষণ না ওরা জানাচ্ছে ম্যাচ খেলবে না, তার আগে কিছু ভেবে নেওয়ার কোনও কারণ নেই। মিটিংয়ে না আসার সঙ্গে ম্যাচ না খেলার কোনও সম্পর্ক নেই। ম্যাচ খেলবে না বলে, আমাদের মোহনবাগান এখনও কিছু জানায়নি।’
টিকিট স্ট্যাম্প হয়ে চলে এসেছে। রাতের মধ্যেই টিকিট ক্লাবগুলোকে পাঠিয়ে দেওয়া হবে। শু🍸ক্রবার সকাল থেকেই যুবভারতীর বক্স অফিস থেকে অলনাইন টিকিট রিডিম করতে পারবে সমর্থকেরা। এবার অফলাইনে কোনও টিকিট বিক্রি হচ্ছে না। তবে মোহনবাগানের ম্যানেজার্স মিটিং বয়কট নিঃসন্দেহে ডার্বি নিয়ে জটিলতা বাড়াল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।