মরশুম শেষে কোন ক্লাবে যাবেন লিওনেল মেসি? এই প্রশ্꧃নটাই এখন গোটা ফুটবল বিশ্বে ঘুরছে। তবে এর উত্তর এখনও পাওয়া যায়নি। চলতি মরশুম শেষেই পিএসজি-র সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে। শোনা গিয়েছিল মেসি ও পিএসজি-র সম্পর্ক এমন জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে যে এখন মেসি হয়তো পিএসজি-তে থাকতে চাইছেন না। এমন অবস্থায় মেসির বাবা, যিনি আবার মেসির এজেন্ট তিনি নাকি সৌদি আরবে যাচ্ছেন। এদিকে মেসির বন্ধু আগুয়েরো বলেছিলেন যে মেসি যেন বার্সালোনাতে ফিরে আসেন এবং সেখান থেকেই অবসর নেন। এর মাঝেই লা লিগার সভাপতি জানিয়েছেন মেসি আসন্ন মরশুমে পিএসজি অথবা বার্সাতে খেলতে পারবেন না।
আরও পড়ুন… পাঠান ও বাঙালিরা নিজেদের শক্🐟তিকে চ্যানেলাইজ করলে বিশ্বের বড় শক্তি হয়ে উঠবে- হঠাৎ কেন বললেন শোয়েব আখতার?
এমন অবস্থায় মেসিকে নিয়ে বড় বিবৃতি দিয়েছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। তিনি বলেছেন যে মেসি ﷽ও এমবাপেকে ধরে রাখতে মরিয়া পিএসজি। পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি জোর দিয়ে বলেছেন যে ক্লাব লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপেকে ধরে রাখার জন্য সবকিছু করতে পারে। এর জন্য যা যা প্রয়োজন সবটা করবে ক্লাব। লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে, দুজনেরই পিএসজির সঙ্গে চুক্তি শেষের পথে। আর্জেন্তিনার কিংবদন্তির চুক্তি এই মরশুমের পরে শেষ হবে। অন্যদিকে এমবাপের সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হতে আর বাকি রয়েছে কয়েকটা মাস।
আরও পড়ুন… বিরাটের সঙ্গে ব্যাট করতে চেয়ে অশ্বিন আর ꧂সূর্যকেই সে🤪রা বললেন ল্যাবুশান!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।