বড় ধাক্কা ভারতীয় ফুটবলে। এএফসি কাপে খেলা হবে না আইএসএলের লিগ জয়ী এবং চ্যাম্পিয়ন টিমের। হঠাৎ করে এমন কী ঘটল? আসলে শুক্রবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের তরফ থেকে ঘোষণা করা হয়, ২০২৩-২৪ মরশুমে এশিয়ান চ্যাম্পিয়ন🧸্স লিগ ও এএফসি কাপ অগস্ট মাসে শুরু হবে, আর পর🔯ের বছর এপ্রিল মাসে শেষ হবে। আর এর জেরে বড় ধাক্কা খেতে চলেছে ভারতীয় ফুটবল।
যদি এ রকম কিছু ঘটে, তাহলে সমস্যায় পড়ে যাবে আইএসএলের লিগজয়ী এবং চ্যাম্পিয়ন টিম। গত দুই বছর ধরে, যারা আইএসএলের লিগে শীর্ষে থাকে, সেই দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলার সুযোগ পায়। যেমনটা পেয়েছিল এফসি গোয়া এবং এ বার পেতে চলেছে মুম্বই সিটি এফসি। ২০২৩ সালের অগস্টে শুরু হবে পরবর্তী এশিয়ান চ্যাম্🃏পিয়ন্স লিগ, আর সেই লিগেই খেলবে মুম্বই।
তবে যেহেতু ২০২৩-২৪ মরশুম থেকে পিছিয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগ ও এএফসি কাপ, সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ পাবেন না লিগে শীর্ষ স্থানাধিক꧙ারী দল। কারণ যে সময়ে আইএসএল চলে, তাতে ২০২২-২৩ মরশুমের টুর্নামেন্টই শেষ হবে ২০২৩-২৪ মরশুম এএফসি চ্যাম্পিয়ন্স লিগের আগে। এছাড়া ২০২৩ সালে শেষ হবে এএফসির সমস্ত টুর্নামেন্ট, কারণ চলতি বছরে বিশ্বকাপ রয়েছে।
এর জেরে বড় ধাক্কা খেল হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি এবং এটিকে মোহনবাগান। যারা শীর্ষস্থানের জন্য লড়াই করছিল। এখন যা পরিস্থিতি তাতে আইএসএল জয়ী দলের এꦫএফসি কাপ খেলা নিয়ে চলছে চূড়ান্ত ডামাডোল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।