২০২২ সালটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে খারাপ 🅰সময় কেটেছে। ৩৭ বছর বয়সের তারকা গ্রীষ্মকালীন স্থানান্তর উইন্ডোতে পছন্দসই ক্লাব খুঁজে পেতে ব্যর্থ হন। এবং তার পরে তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেই থেকে যান। পর্তুগাল অধিনায়ক চলতি মরশুমে প্রিমিয়ার লিগে মাত্র ১০টি ম্যাচ খেলেছেন। আর গোল করেছেন মাত্র এক🐠টি।
ইউরোপা লিগে রোনাল্ডো দ🅺ু'টি গোল করেছেন এবং সহায়তা করেছেন। কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপে তিনি আরও বেকায়দায় পড়েন। কারণ তাঁকে রাউন্ড অফ ১৬ এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচে রিজার্ভ বেঞ্চ রাখা হয়েছিল।
আরও পড়ুন: মেসির গোল অবৈধ🅰 হলে,এমবাপের গোলও বাতিল করা উচিত- বিস্ফোরক FIFA W💯C ফাইনালের রেফারি
কাতারে প্রথম ম্যাচে রোনাল্ডো একটি গোল করেছিলেন। কিন্তু খেলায় প্রভাব ফে꧙লতে ব্যর্থ হন। কারণ তাঁর দল তাঁদের গ্রুপ পর্বের শেষ খেলায় দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায়। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে রোনাল্ডোকে প্রথম একাদশে রাখা হয়নি। গঞ্জালো রামোসকে তাঁর পরিবর্তে খেলানো হয়েছিল। ৭৩ মিনিটে নামেন রোনাল্ডো। ততক্ষণে ৫-১ এগিয়ে গিয়েছিল পতুর্গাল। রোনাল্ডো নামার পরেও একটি গোল হয়, কিন্তু পর্তুগীজ তারকা কোনও গোল পাননি। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে পর্তুগাল খেলতেই পারেনি। রামোস কিছু করতে পারেননি। বিরতির পর রোনাল্ডো নেমেও কিছু করতে পারেননি। কোয়ার্টার ফাইনালে পর্তুগাল ১-০ হেরে ছিটকে যায়।
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ব্রাজিলের ছি🅰টকে যাওয়ার জের- হার ছিনতাই করে তিতেকে তিরস্কৃত করল চ༒োরও
আনাদোলু এজেন্সির সঙ্গে কথা বলার সময়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এই পরিস্থি🥃তিতে রোনাল্ডোর পাশে দাঁড়িয়েছেন। এবং বিশ্বকাপে তাঁর সাম্প্রতিক দুর্দশাকে ‘রাজনৈতিক নিষেধাজ্ঞা’ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি দাবি করেছেন, ‘ওরা রোনাল্ডোকে নষ্ট করেছে। দুর্ভাগ্যবশত ওরা ওর উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ম্যাচের মাত্র ৩০ মিনিট বাকি থাকতে রোনাল্ডোর মতো একজন ফুটবলারকে মাঠে নামানো ওকে মানসিক ভাবে ধাক্কা দেওয়া। এবং ওর শক্তি কার্যত কেড়ে নেওয়া।’
কোচের বিরুদ্ধে মুখ খোলার জেরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি ভেঙে যায় রোনাল্ডোর। ম্যান ইউ ছেড়ে বেরিয়ে আসার পরে চেলসি, নিউক্যাসল ইউনাইটেডের মতো ক্লাবগুলি রোনাল্ডোকে দলে নিতে চেয়েছিল। শোনা গিয়েছিল, চেলসির প্রস্তাব নিয়ে চিন্তাভাব🥂না করছেন রোনাল্ডো। বিশ্বকাপ শেষ হলেই ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাবে সই করতে পারেন তিনি। ছোটবেলার ক্লাব স্পোর্টিং লিসবনে ফিরে 🍷যাবেন বলেও গুঞ্জন ছড়িয়েছিল ফুটবল মহলে। আবার জানা গিয়েছে, সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে তাঁর চুক্তি নাকি কার্যত পাকা। সরকারি ভাবে এখনও রোনাল্ডোর ক্লাব সম্পর্কে কিছু জানা যায়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।