তিনি তো এই যুদ্ধটা শুরু করেছিলেন! প্রধানমন্ত্রীকে লেখা তাঁর টুইটের পরেই তো সকলে নড়েচড়ে বসেছিল। আর এ দিন এশিয়ান গেমসে ভারতীয় ফুটবলের ছাড়পত্র আসতেই, আবেগে ভাসলেন তিনি। তিনি হলেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগর স্টিমাচ। কিছুক্ষণ আগেই বড় সিদ্ধান্ত ঘোষণা করেছিল দেশের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। শেষ পর্যন্ত ফুটবলের জন্য এশিয়ান গেমসের দরজা খুলে দিয়েছি🦂লেন তারা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এই খবর জানিয়েছিলেন।
নিজের সোশ্যাল মিডিয়াতে অনুরাগ ঠাকুর বলেন, ‘ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! আমাদের জাতীয় ফুটবল দল, পুরুষ ও মহিলা উভয়ই 📖আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক উভয় দলের অংশগ্রহণের সুবিধার্থে নিয়মগুলি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে, যেগুলি বিদ্যমান মানদণ্ড অনুসারে যোগ্যতা অর্জন করেনি। সাম্প্রতিক সময়ে তাদের সর্বশেষ পারফরম্যান্সের কথা মাথায় রেখে, মন্ত্রণালয় শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। আমি নিশ্চিত তারা এশিয়ান গেমসে তাদের সেরা পারফরমেন্স করবে এবং আমাদের দেশকে গর্বিত করবে।’ এই খুশির খবর পেয়েই সোশ্যাল মিডিয়াতে চলে আসেন ইগর স্টিমাচ।
তিনি অনুরাগ ঠাকুরের বার্তার পরেই লেখেন, ‘আজ ভারতীয় ফুটবলের জন্য একটি বড় দিন। ক্রীড়া মন্ত্রক, মাননীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং আমাদের সরকারের এটি একটি অত্যন্ত উৎসাহজনক সিদ্ধান্ত। আমাদের সাম্প্রতিক ফলাফলগুলিকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং এশিয়ান গেমসে নিজেদের চ্যালেঞ্জ করার জন্য তাদের অনেক ধন্যবাদ।’ তবে এখানেই থেমে থাকেনি স্টিমাচ। তিনি আরও লেখেন, ‘বড় ফুটবল দেশগুলোর বিরুদ্ধে খেলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সভাপতি কল্যাণ চৌবেকে অনেক ধন্যবাদ। অন্য যারা এই যুদ্ধে জয়ী হতে ෴সাহায্য করেছিল তাদের সকলকে ধন্যবাদ।’ শেষে দেশের সকল ফুটবল প্রেমীদের জন্য বিশেষ বার্তা লেখেন স্টিমাচ। তিনি লেখেন, ‘সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সমর্থকরা লক্ষ লক্ষ বার্তা এবং টুইট পাঠিয়ে যে ভালোবাসা দেখিয়েছেন, তা প্রমাণ করে ফুটবলের প্রতি ভারতে আমাদের কতটা আবেগ রয়েছে! হৃদয়ের অন্ত: স্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’
কয়েকদিন আগেই সুনীল ছেত্রীদের কোচ ইগর স্টিমাচ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছিলেন যদি সরকার তাদের এশিয়ান গেমসে যাওয়ার ব্যবস্থা করে দেয় তাহলে ভারতীয় ফুটবল দল দেশকে গর্বিত করবে। চিনের মাটিতে তারা সফল হয়ে ফিরবে। স্টিমাচ জানিয়েছিলেন এই ভারত কাউকে ভয় পায় না। প্রত্যেকটা ছেলে নিজেদের প্রমাণ করতে তৈরি। শুধু প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী যদি ভারতীয় ফুটবল দলকে সাহায্য করেন এবং এশিয়ান গেমসে খেলার সুযোগ করে দেয় তাহলে এক নতুন ভারতীয় ফুটবল দলের উত্থান দেখবে গোটা দেশ তথা গোটা বিশ্ব। ভক্তেরা বলছেন, এবার প্রথম যুদ্ধ জিতেছেন ইগর স্✱টিমাচ, এবার চিনের মাটি থেকে যদি ভালো ফল করতে পারে ভারতীয় দল, তাহলে যুদ্ধটা সম্পূর্ণ জয় করতে পারবেন তিনি। এখন দেখার এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল কেমন ফল করে। এবার থেকে ইগর স্টিমাচের নতুন চ্যালেঞ্জ শুরু হবে। যদি এই লড়াইয়ে স্টিমাচ জেতেন তাহলে তিনি ভারতীয় ফুটবলে নায়কের আসনে জায়গা পাবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।