প্রিমিয়๊র লিগে একটি টানটান উত্তেজনা ভরা ম্যাচের সাক্ষী হলো ফুটবলপ্রেমীরা। অ্যাওয়ে ম্যাচে কোনরকমে হার এড়ালো টটেনহ্যাম এফসি। পরপর দুবার গোল খেয়ে গোল শোধ করে ড্র করলো আঙ্গে পোস্টেকগ্লুর ছেলেরা। যদিও দ্বিতীয়ার্ধে পুরো খেলাটাই তারা রাখে নিজেদের কবলে, তবে করতে পারেনি কোনও গোল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে তারা শেষ করলো ২-২ ফলাফলে। পাশাপাশি, এদিন জয়ের সুযোগ হাতছাড়া হলো এরিক টেন হাগের ছেলেদেরও। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও কাজে লাগাতে পারল না তারা। আগ্রাসী ফুটবল খেলেও ভাঙতে পারল না টটেনহ্যামের রক্ষণভাগ।
রবিবার, অর্থাৎ ১৪ জানুয়ারি, ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে হোম টিম ম্যাঞ্চেসꦚ্টার ইউনাইটেড মুখোমুখি হয় টটেনহ্যাম। দ্রুত এগিয়েও শেষে ম্যাচ জিততে না পারার জেরে হতাশা নিয়ে মাঠ ছাড়েন সমর্থকরা। ম্যাচের শুরুরদিকে আক্রমণ আসে ম্যান ইউর থেকে। যদিও গোল খাওয়ার পর লাগাতার পালটা আক্রমণ আসতে থাকে টটেনহ্যামের থেকে। দুই অর্ধ শেষে স্কোরলাইন দাঁড়ায় ২-২।
এদিন ম্যাচ শুরু হওয়ার তিন মিনিটের মাথায় রাসমাসের গোলে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার। যদিও🦹 পরের সুযোগের সদ্ব্যবহার করে টটেনহ্যামও। ১৯ মিনিটের মাথায় গোল করে ম্যাচের সমতা ফেরান ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসন। যদিও প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে হোম টিমকে ফের এগিয়ে যায় মার্কাস রাশফোর্ডের গোলে। ৪০ মিনিটের মাথায় তিনি নিজের দলকে দেন দ্বিতীয় গোল। তবে ফের দ্রুত ঘুরে দাঁড়াতে সফল হয় টটেনহাম। ৪৬ মিনিটে আসে অ্যাওয়ে দলের দ্বিতীয় গোল। এবার সমত☂া ফেরান রড্রিগো।
তবে দ্বিতীয়ারদের ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে টটেনহ্ꦐযাম। লাগাতার আক্রমণ করে চাপে ফেলে ম্যান ইউকে। যদিও ম্যাঞ্চেস্টারের রক্ষণভাগ সফল হয় তাদের আক্রমন রুখতে। প্রসঙ্গত, ম্যান ইউর পরবর্তী ম্যাচ রয়েছে ২৮ জানুয়ারি এবং টটেনহ্যামের পরবর্তী ম্যাচ রয়েছে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে তার আগের দিন।
উল্লেখ্য, 'প্রিমিয়ার লিগ' পড়েছে ৩২তম মরশুমে। টুর্ন🌌ামেন্ট শুরু হয়েছে গতবছরের অগাস্ট মাসের ১১ তারিখে। এই টুর্নামেন্ট শেষ হবে ২০২৪ সালের মে মাসের ১৯ তারিখে। পয়েন্ট টেবিলে প্রথম চারে লড়াই চলছে আর্সেনাল এফসি, লিভারপুল এফসি, অ্যাস্টন ভিলা ও ম্যাঞ্চেস্টার সিটির মধ্যে। এবার দেখার বিষয়, শেষ অবধি কার কপালে জোটে জয়ী তকমা। কোন দল করবে বাজিমাত? তা বলবে সময়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।