ফুটবল মাঠে ঘটলো এবার একটি বিরল ঘটনা। ম্যাচ চলাকালীন বহুবারই ফুটবলারদের একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়াতে দেখা গিয়েছে। কিন্তু এবার উঠে এলো আরও উগ্র চিত্র। সরাসরি রেফারিকে আক্রমণ করা হল। যা দেখে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে সব মহলে। সোমবার অর্থাৎ ১১ ডিসেম্বর তুরস্কর অ্যাঙ্কাগুচুর ক্লাবের সভাপতি ফারুক কোকার কীর্তিতে গা শিউরে উঠলো গোটা ফুটবল বিশ্বের। ময়দানে নেমে সরাসরি রেফারিকে ঘুষি মেরে বসলেন তিনি। এর জেরে তাঁকে গ্রেফতা🧸রের পাশাপাশি⛎ তুরস্ক ফুটবল ফেডারেশনের তরফ থেকে বরখাস্ত করা হল সেই দেশের সব ফুটবল লিগকে।
সোমবার এরিয়ানা স্টেডিয়ামে মুখোমুখি হয় অ্যাঙ্কাগুচুর ও রিজারস্পুন। ম্যাচে প্রথমে এগিয়ে যায় অ্যাঙ্কাগুচু।🦄 এরপর বিপক্ষ দল রিজারস্পুনের তরফ থেকে আসতে শুরু করে লাগাতার আক্রমণ এবং অবশেষে তারা ম্যাচে ফেরায় সমতা। ৯৭ মিনিটের মাথায় গোল আসে তাদের থেকে। ম্যাচ শেষে রেফারির সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে অ্যাঙ্কাগুচুর দলের সমর্থকেরা। এরপর সেই ক্লাবের সভাপতি ফারুক কোকা মাঠে নেমে রেফারি হালিল উমুত মেলারকে ঘুষি মারেন। এই ঘটনার পর এক তুরস্কের আদালত তাঁকে গ্রেফতারের নির্দেশ দেন। পাশাপাশি আটক করা হয় আরও দুজনকেও।
এমন নিন্দনীয় কাণ্ড প্রকাশ্যে আশায় ক্ষুব্ধ তুরস্ক ফুটবল ফেডারেশন। তাঁরা বিনা দ্বিধায় বরখাস্ত করেছে দেশের সমস্ত ফুটবল লিগ। এছাড়াও ন্যায় মন্ত্রী ইলমাজ টুনস নিজের এক্স হ্যান্ডেল থেকে জানিয়েছেন, 'ফুটবল মাঠে এমন নিন্দনীয় ঘটনা ঘটাবার জন্য গ্রেফতার করা হয়েছে অ্যাঙ্কাগুচুর ক্লাবের সভাপতি ফারুক কোকাকে। এছাড়াও এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় আরও দুজনকে আটক করা হয়েছে। সব তদন্ত ঠিকঠাক চলছে এবং সবকিছুই আমরা খতিয়ে দেখছি ঠিক কী ক🔥ারনে এমন ঘটনা ঘটল।'
এছাড়া এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন স্বয়ং ফিফার সভাপত🤡ি গিয়ানি ইনফান্তিনো। তিনি বলেছেন, 'এইসব দেখে আমি সত্যি অবাক হয়েছি🍎। কি করে একজন ভারপ্রাপ্ত ব্যক্তি এই রকম কাণ্ড করতে পারে? সত্যি বলতে গেলে এই রকম আচরণের কোনও জায়গাই নেই আমাদের সমাজে। খেলায় হার-জিত থাকতেই পারে, এটাই স্বাভাবিক। তাই বলে ওনাকে কে অধিকার দিয়েছে এরম করার? ম্যাচ অফিশিয়াল ছাড়া কোনও দিনই খেলা হয়না এটা ওনার বোঝা উচিত।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।