ইউরোর দ্বিতীয় ম্যাচেও ১-১ গোলে পোল্যান্ডের বিরুদ্ধে আ꧙টকে গেছে স্পেনের গাড়ি। টানা দুইম্যাচে ড্র করায় গ্রুপ ‘ই’ থেকে নক আউট পর্ব🎀ে যাওয়ার রাস্তা বেশ কঠিন লুইস এনরিকের ছেলেদের। তবে স্পেনের গ্লানির রাতেই নজির গড়লেন একাধিক পোল্যান্ড ফুটবলার।
পোল্যান্ডের অধিনায়ক রবার্ট লেওয়া💛নডোস্কি এই মুহূর্তে মতান্তরে বিশ্বের সেরা স্ট্রাইকার। এ মরশুমে বুন্দেশলিগায় গার্ড মুলারের এক মরশুমে করা সর্বাধিক গোলের রেকর্ড ভেঙেছেন পোলিশ স্ট্রাইকার। এবার ইউরোয় জাতীয় দলের হয়েও নজির গড়লে🅠ন ৩২ বছর বয়সী ফুটবলার। প্রথম পোলিশ ফুটবলারহিসাবে তিনটি ইউরোয় (২০১২, ২০১৬, ২০২০) গোল করার অনন্য নজির এখন তাঁর দখলে। ফুটবলারহিসাবে তাঁর মুকুটে জুড়ল আরও একটি পালক।
অভিজ্ঞ লেওয়ানডোস্কির পাশাপাশ🐟ি নজির গড়লেন পোল্যান্ডের তরুণ মিডফিল্ডার ক্যাসপার কোসওস্কিও। মাত্র ছয়দিন আগে ইউরোয় সর্বকনিষ্ঠ ফুটবলারহিসাবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নেমে নজির গড়েছিলেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম (১৭ বছর ৩৪৯ দিন)। এবার স্পেনের বিরুদ্ধে মাঠে নেমে তাঁর রেকর্ড ভাঙলেন কোসওস্কি (১৭ বছর ২৪৬ দিন)।
মার্চ মাসেই পোল্যান্ড জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে পোগোন সেজসিন ক্লাবের🦹 তরুণ তারকার। লা রোহার বিরুদ্ধে এক ঘন্টার মাথায় লিডস ইউনাইটেডের ম্যাথিয়াস ক্লিকের পরিবর্তে মাঠে নেমে এবার ইউরোয় নজির সৃষ্টি করলেন তিনি। পোল্যান্ডের ভবিষ্যতহিসাবে কোসওস্কির ওপর সকলেরই বিশাল প্রত্যাশা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।