চলতি বছরের জুন মাসের ১৪ তারিখ থেকে শুরু হবে ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার আয়োজন করবে জার্মানি। কার্যত টুর্নামেন্ট ঘিরে আয়োজক দেশ জার্মানির ব্যস্ততা চড়মে পৌঁছে গিয়েছে। কিন্তু বল মাঠে গড়ানোর কয়েক মাস আগেই জার্সি বিতর্কে জড়িয়েছে জার্মানি। বিতর্কের মাঝে রয়েছে দেশের ৪৪ নম্বর জার্সি। অনেকেই দেশের ‘44’ নম্বর জার্সির সঙ্গে অ্যাডলফ হিটলারের তরুণ নাৎসিবাহিনীর গ্রুপের মিল খুঁজে পাচ্ছেন ভক্তরা। এর ফলে ‘44’ নম্বর জার্সি বয়কটের ঘোষণা করেছেন জার্মান ভক্তরা। যদিও অভিযোগ অস্বীকার করছে জার্মানির কিটস স্পনসর অ্যাডিডাস। বিতর্কের মুখে এই জার্সি প্রত্যাহার করে নিয়েছে তারা। এই জার্সিটি তারা আর এই মুহূর্তে বিক্꧋রি করবে না।
জার্মান🐟 ভক্তদের মতে ৪৪ নম্বর জার্সিটি নাৎসিবাহিনীর শুটজস্টাফেল গ্রুপের ব্যবহৃত স্টাইলাইজড এসএস এর সঙ্গে সাদৃশ্য আছে। এই গ্রুপটি হিটলারের একটি আধাসামরিক বাহিনী ছিল। যারা ইতোপূর্বে বিভিন্ন সময়ে ইউরোপজুড়ে গণহত্যা চালিয়েছিল। বিশেষ জার্সিটি নিয়ে অ্যাডিডাসের মুখপাত্র অলিভার ব্রুগেন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘নির্দিষ্ট কোনও উদ্দেশ্য হাসিলের জন্য এটি তৈরি করা হয়নি। তবে এটা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে সেটি আমরা পর্যবেক্ষণ করেছি। আমরা জার্সিটি সরিয়ে নিচ্ছি এবং এটি ব্যবহারে নিষিদ্ধ করব।’
জার্মানির বিতর্কিত জার্সি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিখ্যাত ইতিহাসবিদ মাইকেল কোনিগ। তার ভাষায়, ‘এটা খুব সন্দেহজনক। এর পিছনে কিছু বিশেষ উদ্দেশ্য থাকতে পারে।’ শুধু নম্বর নয়, জার্সির রঙ নিয়েও আপত্তি তুলেছেন কেউ কেউ। তাদের দাবি, জার্সিতে গোলাপি রঙের ব্যবহার জার্মানির সংস্কৃতি ও বৈচিত্র্যের সঙ্গে সাংঘার্ষিক। জার্মান ফুটবল সংস্থা ডিএফবি এক বিবৃতিতে বলেছে, ‘ডিএফবি ০-৯ পর্যন্ত সংখ্যাগুলো চেক করে দেখেছে। এরপর ১-২৬ নাম্বার পর্যন্ত সংখ্যার সার্জিগুলো রিভিউ করার জন্য উয়েফার কাছে জমা দিয়েছে। জার্সি ডিজাইন করার সময় কেউই ইচ্ছাকৃতভাবে নাৎসি প্রতীকের সাদৃশ্য হয়, এমন কিছু ব্যবহার করেনি।’ তারা আরও বলেছে, ‘তবুও আমরা জার্সি নিয়ে সমালোচনা খুব ভালোভাবেই গ্রহণ করেছি। যে কারণে আমরা চাই না, এ নিয়ে আর কোনো আলোচনা কিংবা সমালো⛦চনার জন্ম হোক। প্রয়োজনে আমরা ৪- সংখ্যাটার ডিজাইন পরিবর্তন করব এবং এটা করা হবে উয়েফার তত্বাবধানে।’
ইউরোর আগে জার্সি নিয়ে এটি দ্বিতীয় বিতর্ক। প্রথমবার বিতর্কে জড়িয়েছে ইংল্যান্ড। কিছুদিন আগে ইংলিশরা যে জার্সি উন্মোচন করেছিল সেটির কলারের পিছনে সেন্ট জর্জের ক্রস পরিবর্তন করা হয়েছিল। যেটি ভালোভাবে নেননি সমর্থকরা। সেই বিতর্ককে পিছনে ফেলতেই আলোচনায় এসেছে জার্মানি।অ্যাডিডাসের মুখপাত্র অলিভার ব্রুগেন নাৎসি প্রতীকের সঙ্গে মিল করে নম্বরের ডিজাইন ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বলে অস্বীকার করেন। তিনি জানিয়ে দেন, এই ডিজাইনের জন্য ফেডারেশন এবং ১১টিমস্পোর্টসই দায়ী। তিনি বলেন, ‘অ্যাডিডাসে প্রায় ১০০টিরও বেশি দেশের মানু▨ষ কাজ করে। একটি কোম্পানি হিসেবে আমরা বৈচিত্র্যতায় বিশ্বাস করি। আমরা জেনোফোবিয়া, ইহুদি বিদ্বেষ, সহিংসতা এবং ঘৃণার বিরোধিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জার্সি কাস্টমাইজ করা নিষিদ্ধ করব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।