স্কটল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর, বুধবার হাঙ্গেরিকেও ২-০ হারাল জার্মানি। সেই সঙ্গে তারা নিশ্চিত করে ফেলল ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালের টিকিট। এদিন জার্মানির হয়ে জামাল মুসিয়ালা এবং ইলকায়ে গুন্ডোয়ান গোল ২টি করেন। এই নিয়ে দু'ম্যাচে ছ'পয়েন্ট হয়ে গেল জার্মানির। সেই সঙ্🧜গে তারা ছয় গোল𝐆ের ব্যবধানেও এগিয়ে রয়েছে। স্বাভাবিক ভাবেই শেষ ষোলো তাদের নিশ্চিত হয়ে গেল।
হয়তো স্কটল্যান্ড ম্যাচের মতো এক তরফা জয় আসেনি, তবে ম্যাচ জুড়ে দাপট ছিল জার্মানিরই।🌺 শুরু থেকেই বলের দখ𝓰ল রেখে, হাঙ্গেরিকে চাপে ফেলার চেষ্টা করে তারা। স্কটল্যান্ডের ম্যাচের পর হাঙ্গেরির বিরুদ্ধেও ফের নজর কাড়লেন ২১ বছর বয়সী জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালা। ম্যাচের প্রথম গোলটিও এসেছে বায়ার্ন মিউনিখ তারকার পা থেকেই। জার্মানির হয়ে অন্য গোলটি করেছেন অধিনায়ক ইলকায়ে গুন্ডোয়ান। হাঙ্গেরি তবে গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করেছিল। কিন্তু তাদের দলে ভালো ফিনিশারের অভাবটা এদিন বড় স্পষ্ট হয়ে উঠেছিল।
যদি হাঙ্গেরির একজন ভালো ফিনিশার থাকত, তবে হয়তো ম্যাচের রং অন্য রকম হত। কারণ ম্যাচের ২০ সেকেন্ড পার হতে না হতেই প্রথম গোল হজম করতে পারত জার্মানি। ম্যানুয়াল ﷺনয়্যারের দৃঢ়তায় অল্পের জন্য সে যাত্রায় বেঁচে যায় জার্মানরা। এর পরই অবশ্য ম্যাচের রাশ নিজেদের হাতে💙 নেয় জার্মানি। তার জন্য আগে মাঝমাঠের দখল নিয়ে, তার পর একে পর এক আক্রমণ তৈরির চেষ্টা করে। এর মাঝেই কাউন্টার অ্যাটাকে উঠে হাঙ্গেরি অস্বস্তি বাড়াচ্ছিল জার্মানির। তবে ফিনিশিংয়ের অভাবটা প্রতি বার স্পষ্ট হয়ে উঠছিল।
যাইহোক ম্যাচের ১১ মিনিটের মাথায় জার্মানিও একটি ভালো সুযোগ পেয়ে গিয়েছিল। তবে কাই হাভার্ৎজ গোলরক্ষককে একা পেয়েও, গোল করতে ব্যর্থ হন। আর্সেনাল তারকার শট বাঁচিয়ে দেন গুলাসি। হাভার্ৎজ না পারলেও, ২২ মিনিটে আসল কাজটি করেন মুসিয়ালা। হাঙ্গেরির রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে জার্মানিকে ১-০ এগিয়ে দেন তিনি। হাঙ্গেরি বলটি ক্লিয়ার করার সুযোগ পেয়েও, সেটা করে উঠতে পারেনি। যা🏅র খেসারত তাদের দিতে হয়। এমন কী গোল ছেড়ে বের হয়ে এসেছিলেন কিপারও। এই পরিস্থিতিতে গুন্ডোয়ান কার্যত গোললাইনের কাছ থেকে বল টেনে এনে মুসিয়ালাকে পাস বাড়ান। জার্মানির তরুণ ফুটবলার প্রায় ফাঁকা গোলে বল ঠেলতে কোনও ভুল করেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।