ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধঘোষণার পরেই একে একে বিভিন্ন রাশিয়ান সংস্থা তথা ব্যবসায়ীদের ওপর ইউরোপের বিভিন্ন স্থানে নিষেধাজ্ঞা করা হচ্ছে। সেইমতোই ব্রিটিশ সরকার চেলসির🐈 মালিক তথা বিখ্যাত রাশিয়ান ব্যবসায়ী রোমান আব্রামোভিচের ওপর সরকারিভাবে নিষেধাজ্ꦫঞা জারি করল।
তার ওপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে ভেবে গত সপ্তাহেই চেলসি ক্লাব বেচার ইচ্ছাপ্রকাশ করেছিলেন আব্রামোভিচ। অনেক জল্পনা-কল্পনা শোনা গেলেও, সরকারিভাবে এখনও চেলসি ক্লাব বিক্রি হয়নি। ফলে গত মরশুমের চ্যাম্পিয়ন্স লিগ বিজেতা এবার🎐 বিরাট বিপদে পড়তে চলেছে। আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞা জারি সত্ত্বেও বিশেষ লাইসেন্সের মাধ্যমে চেলসি ম্যাচ ꦅতো খেলতে পারবে, তবে বিভিন্ন বিষয়ে তাদের হাত পা বাঁধা।
আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞার ফলে এ মরশুমের একমাত্র চেলসি ক্লাবের সিজন টিকিট মালিকরা ছাড়া অন্য কেউ স্ট্যামফোর্ড ব্রিজে (চেলসির ঘরের মাঠ) বসে চেলসির খেলা দেখতে পারবেন না। কারণ চেলসি আর কোনরকম ম্যাচ টিকিট বিক্রি করতে পারবে না। তারা নতুন কোনও ফুটবলার কেনাবেচাও করতে পারবে না। এমনকী অধি🐻নায়ক সেজার অ্যাজপিলিকুয়েটা, অ্যান্টোনিও রুডিগারের মতো যেসব ফুটবলারদের চুক্তি এ বছরেই শেষ হয়ে যাচ্ছে, তাদের সঙ্গে নতুন চুক্তিও করতে পারবে না ব্লুজরা।
তাদের সমস্ত শার্ট থেকে শুরু করে নানা জিনিসপত্র বিক্রিতেও রয়েছে নিষেধাজ্ঞা। আব্রামোভিচ এমন অবস্থাতে ক্লাব অবধি বিক্রি করতে পারবেন না। ফলে চেলসির ভবিষ্যত নিয়ে 𝔉এখন ঘোর জল্পনা। অবশ্য GOAL-র রিপোর্ট অনুযায়ী, আব্রামোভিচ যদি চেলসি ক্লাব বিক্রি করে এক কাণাকড়িও কিছু না পান, একমাত্র তবেই এই সময়েও চেলসি ক্লাব বিক্রি হতে পারে। সুতরাং, মোটের ওপর বলাই যায় আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞা চেলসিরও বিরাট ক্ষয়ক্ষতি করতে চলেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।