৩ ডিসেম্বর অর্থাৎ শনিবার থেকে শুরু হল কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের আসল রোমাঞ্চ। এদিন থেকে রাউন্ড অফ 16 অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হল। এখান থেকেই শুরু হয়েছে নকআউট রাউন্ড। এখানে সব দলকেই পরের রাউন্ডে যেতে হলে জিততে হবে। যে দল হারবে তারাই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। নকআউট রাউন্ডে শুরু হবে পেনাল্টি শুটআউট প্রক্রিয়া। পুরো সময় অর্থাৎ ৯০ মিনিটের খেলা শেষে উভয় দলের স্কোর সমান থাকলে ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে। এমনকি এই ৩০ মিনিটে, স্কোর টাই হলে, একটি পেনাল্টি শুটআউট খেলা হবে এবং এটি ম্যাচের ফলাফল নির্ধারণ করবে। আর এই লড়াই-এর প্রথম ম্যাচেই মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। রাউন্ড ১৬-র প্রথম ম্যাচে USA-কে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল নেদারল্যান্ডস।
২০০২ সাল থেকে মার্কিন দল কখনও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতেꦛ পারেনি। আবারও একই ছবি দেখল বিশ্ব ফুটবল। ১৯🔯৭৪, ১৯৭৮ এবং ২০১০ সালে রানার্সআপ দল নেদারল্যান্ডস এদিন ৩-১ গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাল।
03 Dec 2022, 10:26 PM IST
খেলা শেষ… ৩-১ জিতল নেদারল্যান্ড
USA-কে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল 🦹নেদারল্যান্ডস। কাতার বিশ্বকাপে নেদারল্যান্ড প্রথম দল হিসাবে শেষ আটে জায়গা পাকা করল।
03 Dec 2022, 10:20 PM IST
৯০ মিনিটের খেলা শেষ
৯০ মিনিটের খেলা শেষ, ৬ মিনিটের অতিরিক্ত সময়ের খেলা চলছে, এই মুহূর্তে ৩-১ গোলে এগ🎃িয়ে রয়েছে নেদারল্যান্ড।
03 Dec 2022, 10:08 PM IST
গোলল আবার এগিয়ে গেল নেদারল্যান্ডস
ম্যাচের ৮১ মিনিটে ফের ব্যবধান বাড়িয়ে নেয় নেদারল্যান্ডস।💃 এবার ডেনজেল ডামফ্রিজের গোলে ৩-১ করে ডাচরা। এর আগে নেদারল্যান্ডসের দুটি গোলে অ্যাসিস্ট করেছিলেন ডামফ্রিজ। তবে এবার গোল কর
03 Dec 2022, 10:05 PM IST
গোলললল
ম্যাচের ৭৬ মিনিটে হাজি রাইটসের গোলে ব্যবধান কমাল মারꦚ্কিন যুক্তরাষ্ট্র। এবার খেলা অনেকটা খুলে গেল। এবার সমতায় ফেরার চেষ্টা করবে USA. কিন্তু
03 Dec 2022, 09:59 PM IST
টার্নারের ডবল সেভ
ম্যাচের ৭১ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টার্নার ব্যাক টু ব্যাক ডবল সেভ দিলেন। নিশ্চিত গোল সেভ দিলেন✨ ম্যাট টার্নার।
03 Dec 2022, 09:48 PM IST
৬০ মিনিটের খেলা শেষ
এক ঘন্টার খেলা শেষ হয়ে গেল। ২-০ গোলে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। সমতায় ফেরারꦚ চেষ্টা চালাচ্ছে মার্কিন যু্ক্তরাষ্ট্র। দ্বিতীয়ার্ধে নিজেদের সেরাটা দিতে চাইছে USA, কিন্তু জমি ছাড়ছে না নেদারল্যান্ডস।
03 Dec 2022, 09:36 PM IST
শুরু দ্বিতীয়ার্ধের খেলা
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁ𓆏ড়াতে প্রস্তুত USA, তারা প্রতিআক্রমণের খেলা শুরু করেছে।
03 Dec 2022, 09:19 PM IST
প্রথমার্ধের খেলা শেষ
প্রথমার্ধে ২-০ এগিয়ে ♔রয়েছে নেদারল্যান্ডস। এখন দেখার আসন্ন বাকি ৪৫ মিনিটে খেলার গ💃তি কোন দিকে যায়।
৪৫ মিনিটের খেলা শেষ, এখনও ১-০ গোলে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। এখনও পর্যন্ত বল পজিশনে এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৩৭ শতাংশ বল দখল রেখেছে নেদারল্যান্ডস, USꦐA -এর দখলে রয়েছে ৬৩ শতাংশ।
03 Dec 2022, 09:03 PM IST
৩০ মিনিটের খেলা শেষ
৩০ মিনিটের খেলা শেষ, এখনও ১-০ গোলে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস। প্রথমে USA আক্রমণ শুরু করলেও পরের দিকে ম্যাচের রাশ নিজেদের দখলে নিতে শুরু করেছে নেদারল্যান্ডস। তবে এখনও পর্যন্ত বল পজিশনে এগিয়ে রয়েছে♒ মার্কিন যুক্তরাষ্ট্র। ৪৫ শতাংশ বল দখল রেখেছে নেদারল্যান্ডস, USA -এর দখলে রয়েছে ৫৫⛦ শতাংশ।
03 Dec 2022, 08:43 PM IST
গোললল…
মেমফিꦐস ডিপাই-এর গোলে এগিয়ে গেল নেদারল্যান্ড। ম্যাচের ১০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিলেন ডাচ তারকা। তবে চলতি বিশ্বকাপে এটাই ডিপাই-এর প্রথম গোল। ডাম্পির অ্যাসিস্ট থেকে গোল করেন ডিপাই।
03 Dec 2022, 08:35 PM IST
২ মিনিটের মধ্যেই USA- আক্রমণ
আন্দ্রিস নপার্ট ২ মিনিটের মধ্যেই দারুণ সেভ দিলেন। এমনটা না হলেই প্রথমেই এগিয়ে যেত মার্কিন যুক্ত🍒রাষ্ট্র।
03 Dec 2022, 08:31 PM IST
শুরু হয়ে গেল নক আউটের প্রথম ম্যাচ
খালিফা স্টꦰেডিয়ামে শুরু নক আউট পর্বের প্রথম ম্যাচ। কে উঠবে কোয়ার্টার ফাইনালে? উত্🍰তরের জন্য ৯০
নমস্কার, আমার HT বাংলার লাইভ ব্লগে আপনাদের স্বাগ💜তম জানাই। আজ থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচ। প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালে কিছুক্ষণের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। ২০০২ সাল থেকে মার্কিন দল কখনও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি। অন্যদিকে, নেদারল্যান্ডস ১৯৭৪, ১৯৭৮ এবং ২০১০ সালে রানার্সআপ হয়েছিল। তবে ২০১৮ সালে তিনি যোগ্যতা অর্জন করতে পারেননি। তাই এবারে প্রথম থেকেই চমক দিতে চাইবে ডাচরা।
03 Dec 2022, 08:03 PM IST
কাতার বিশ্বকাপের আসল রোমাঞ্চে আপনাদের স্বাগত
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কাতার বিশ্বকাপে🐻র আসল রোমাঞ্চ। ৩ ডিসেম্বর অর্থাৎ শনিবার থেকে শুরু হতে চলেছে কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের আসল রোমাঞ্চ। এদিন থেকে রাউন্ড অফ 16 অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হবে। এখান থেকেই শুরু হচ্ছে নকআউট রাউন্ড। আর এই লড়াই-এ প্রথমে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্র।