মঙ্গলবার, ২ এপ্রিল সৌদি প্রো লিগের ম্যাচে আভা ক্লাবের মুখোমুখি হয়েছিল ক্রিশ্চিয়ানো রোন🎉াল্ডোর আল নাসের। ম্যাচের অর্ধেক সময়েই আভার জালে পাঁচ গোল দিয়েছিল আল নাসের। এই ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন পর্তুগিজ তারকা। ফুটবল ক্যারিয়ারে এটি তাঁর ৬৫তম হ্যাটট্রিক। বাকি গোল গুলো করেন আব্দুল আজিজ আল আলিওয়া। তিনি করেন জোড়া গোল। এদিনের ম্যাচে একটি করে গোল করেন সাদিও মানে, আল সুলাইহিম ও আব্দুলরহমান গারিব।
সৌদি প্রো লিগের൲ ম্যাচে আবারও হ্যাটট্রিক করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি তিনটি গোলই কর🌜েছেন ম্যাচের প্রথমার্ধে। শুধু তিন গোল করে থেমে থাকেননি তিনি। দুটি গোলে সহায়তাও দিয়েছেন পর্তুগিজ তারকা। তার দাপুটে পারফরম্যান্সে আবহাকে ৮-০ গোলে আভা ক্লাবকে হারিয়েছে আল নাসের।
ম্যাচের কথা বললে, খেলার ১১ মিনিটে প্রথম গোলটি করেন রোনাল্ডো। ২১ মিনিটে দলের লিড ২-০ করে ফেলেন তিনি। ৩৩ মিনিটে সাদিও মানে দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এই গোলটি সাদিও মানেকে করিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪১ মি▨নিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রোনাল্ডো। ৪৪ মিনিটে প্রতিপক্ষের জালে আরেকটি গোল করে আল নাসের। আব্দুলমাজিদ সুলাহিমের ওই গোলটি করেন, তবে এই গোলেও ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ভূমিকা।
দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে আল নাসের। আভাকে বিশাল ব্যবধানে হারিয়ে তাদের অবনমনের পথে ঠেলে দিয়েছে রোনাল্ডোরা। ৩৯ বছর বয়সি রোনাল্ডোর এটি পেশাদার ফুটবলে ৬৫তম হ্যাটট্র𒅌িক। এর মধ্যে বয়স ৩০ বছর হয়ে যাওয়ার পর এটি রোনাল্ডোর ৩৫তম হ্যাটট্রিক। দলের জয় ও পাঁচ গোলে অবদান রেখে ইনস্টাগ্রামে রোনাল্ডো লিখেছেন, ‘আমরা গতিহীন হয়ে পড়িনি।’
এর ফলে বোঝা যাচ্ছে দুরন্ত ফর্মে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩ দিন বা ৭২ ঘণ্টার ব্য়বধানে জোড়া হ্যাটট্রিক করলেন তিনি। এর ফলে তাঁর দলও বড় ব্যবধানে জয় ছিনিয়ে ꦬনিল আভার বিরুদ্ধে। ৮-০ গোলে জয় ছিনিয়ে নিল আল নাসের। উল্লেখ্য, এই জয়ের ফলে নয় 🧸বারের টুর্নামেন্ট জয়ী আল নাসের খেতাবি দৌড়ে আরও কাছে এগিয়ে গেল।
আরও পড়ুন… UEFA EURO 2024: এখনও মিলিয়ে যায়নি নাৎসি আতঙ্ক, কেন ৪৪ নং জার্সি থাকব🎃ে না জার্মানির
গত শনিবার আল তাইয়ের বিরুদ্ধে ৫-১ ব্য়বধানে জয় ছিনিয়ে নিয়েছিল আল নাসের। সেদিনও হ্য়াটট্রিক করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিন ফের হ্য়াটট্রিক করলেন তিনি। এদিনের ম্য়াচে ১১ মিনিট, ২১ মিনিট ও ৪২ মিনিটের মাথায় গোল করেন রোনাল্ডো। এদিন হ্যাটট্রিক করার সঙ্গে সঙ্গেই এবারের সৌদি প্রো লিগে নিজের ২৯ত𓂃ম গোলটি করে ফেললেন রোনাল্ডো। এই মুহূর্তে তিনিই সর্বাধিক গোল স্কোরারের তালিকার শীর্ষে রয়েছেন। চলতি মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে মোট ৩৬টি গোল করেছেন রোনাল্ডো। এর পাশাপা✅শি ১২টি অ্যাসিস্টও রয়েছে তাঁর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।