বহু আগেই আসন্ন কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করে গিয়েছে ব্রাজিল ফুটবল। ফলে এই আন্তর্জাতিক উইন্ডোতে দলে বেশ কিছু 💦পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন তিতে। তবে ট্য়ালিসম্যান নেইমারকে ছাড়া প্যারাগুয়ের বিরুদ্ধে দলে একগুচ্ছ পরিবর্তন ঘটিয়েও জয়ের 💖ধারা অব্যাহত রাখল ব্রাজিল।
ম্যাচের মাত্র ৯৩ সেকেন্ডেই ব্রাজিলের হয়ে লিডস ইউনাইটেড উইঙ্গার রাফিনহা বলে জাল জড়িে দেন। তবে দীর্ঘ পর্যবেক্ষণের পর ভিএআর সেই গোল বাতিল করে। কিন্তু ২৮ মিনিটে পুনরায় রাফিনহাই গোল করে ব্রাজিল লিড এনে দেন। ট্রেডমার্ক ভঙ্গিমায় মার্কুইনসের লং পাস থেকে বল চেস্ট ডাউন করে দুই প্যারাগুয়ে ডিফেন্ডারের বিরুদ্ধে ড্রিবল করে বল জালে জড়িয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধেও তাঁর একটি গোল পাওয়ার কথা। তবে প্যারাগুয়ে গোলরক্ষক বিট হলেও, তাঁর শ❀ট পোস্টে লেগে ফিরে আসে।
সম্প্রতি অ্যাস্টন ভিলাতে যোগ দিয়ে নিজের কেরিয়ারে পুনরায় প্রাণসঞ্চার করেছেন ফিলিপ কুটিনহো। এদিন মাঝমাঠে নিজের পছন্দের জায়গায় খেলেই সেই পুরনো কুটিনহোকে দেখা গেল। গোলও করলেন তাঁর চেনা ছন্দে। ৬২ মিনিটে প্রায় ৩০ মিটার দূর থেকে বাঁক খাওয়ানো কুটিনহোর শটে বল, প্যারাগুয়ে গোলের একেবারে ওপরের কর্ণারে জড়িয়ে যায়। ম্যাচের শেষের দিকে সাবস্টিটিউট অ্যান্টনি ব্রাজিলের হয়ে লিড ৩-০ করেন। তার দুই মিনিট পরেই সহজ ট্যাপ ইনে,🅷 নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম গোলটি পান রিয়াল মাদ্রিদের রড্রিগো।
ব্রাজিলের হয়ে ম্যাথিয়াস কুনিয়া, ভিনিসিয়াস জুনিয়ার এবং লুকাস প্যাকুয়েটাও গোল করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। এই ম্যাচে এডারসন, ফাবিনহো, অ্যালেক্স টেলেক্সরা পরিবর্তিত ব্রাজিল দলের প্রথম একাদশে সুযোগ পান। নিউক্যাসেল ইউনাইটেডের নতুন মিডফিল্♊ডার ব্রুনো গুইমারায়েস দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হয়ে সাবস্টিটিউট হিসাবে নামেন। এই জয়ের ফলে শীর্ষে নিজেদের দখল মজবুত করল ব্রাজিল। ১৫ ম্যাচের মধ্যে তারা ১২টি ম্যাচে জয় এবং তিনটি ম্যাচে 🙈ড্র করে, এবারের লাতিন আমেরিকার বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে এখনও অপরাজিত। প্রসঙ্গত, এই হারের সঙ্গে সঙ্গে প্যারাগুয়ের এবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করার আশা শেষ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।