যুবভারতী স্টেডিয়ামে ১৭ নম্বর র্যাম্প, হাওড়া, নিউ আলিপুর, রাজারহাটের চিনার পার্ক, গড়িয়া, মিন্টো পার্ক, সল্টলেকের বৈশাখী, তপসিয়া, দমদম ও নিউ টাউনে এবার আইএফএ-র উদ্যেগে রাজ্যের এই দশটি জায়গায় গড়ে উঠছে ফুটসল অ্যাকাডেমি। বাংলার ফুটবল 💝নিয়ামক সংস্থার তরফ থেকে ফুটসল অ্যাকাডেমি গড়ে তোলার কথা বলা হয়েছে। সংস্থার সচিব জয়দীপ মুখোপাধ্যায় হলেন এই কর্মকাণ্ডের মূল উদ্যেক্তা। আইএফএ সচিব বলেন, ‘পেশাদারি আঙ্গিকে বাংলায় ফুটসলের প্রচারের ব্যাপারে আমরা সিরিয়াস।’
এই ফুটসল অ্যাকাডেমি গুলির মুখ্য উপদেষ্টা হিসাবে আইএফএ পেয়েছে বিশেষজ্ঞ ফুটসল ব্যক্তিত্বকে। বাংলায় ফুটসলের উন্নয়নের জন্য এগিয়ে এসেছেন পাঁচবারের উয়েফা ফুটসল চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ী এবং বার্সেলোনার ফুটসল দলের কোচ মিগুয়েল আন্দ্রেস। তিনি হাত এগিয়ে দেওয়ার পাশাপাশি দেশ-বিদেশের বহু বড় বড় কোচ থাকছেন বাংলার ফুটসল উন্নয়নের জন্য।বাংলা ফুটসল নিয়ে মিগুয়েল আন্দ্রেস বলেন,‘অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং আইএফএ-র মতো রাজ্য সংস্থাকে সব রকম সাহায্য করার জন্য আমি প্রস্তুত। বাংলায় প্রতিভার অভাব নেই। আমা๊র বিশ্বাস, আইএফএ ফুটসল অ্যাকাডেমি ফুটবলের উন্নতিতেও দারুণ অবদান রাখবে।’
আইলিগ সিইও সুনন্দ ধরও এই উদ্যেগকে সাধুবাদ জানিয়ꦫেছেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সুব্রত দত🎃্ত বলেছেন, ‘বিভিন্ন রাজ্য সংস্থাগুলি ফুটসলকে এতদিন গুরুত্ব দেয়নি। ফুটসল অ্যাকাডেমি করার প্রোজেক্ট নিয়ে আইএফএ প্রশংসনীয় উদ্যেগ নিয়েছে। আমি নিশ্চিত আগামী দিনে বাংলাও অন্যতম সেরা ফুটসল খেলিয়ে রাজ্য হিসাবে পরিচিতি পাবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।