ইংলিশ ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রবিবার তার ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোল পূর্ণ করে♉ছেন। প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিরুদ্ধে রোনাল্ডো এই কৃতিত্ব অর্জন করেছেন। তিনিই প্রথম ফুটবলার যিনি এমনটি করলেন। এরপর থেকে সোশ্যাল মিডিয়😼ায় ক্রমাগত অভিনন্দন পাচ্ছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এক টুইট বার্তায় তারকা ফুটবলারকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। কিন্তু,এই টুইটে তিনি ভুল করেছিলেন। যে কারণে সিক্সার কিংকে টুইটার ব্যবহারকারীদের দ্বারা ট্রোল করা হচ্ছে। জেনে নিন আসলে টুইট করতে গিয়ে কী ভুল করেছিলেন যুবরাজ সিং।
যুবরাজ সিং তাঁর টুইটে রোনাল্ডোর জন্য লিখেছেন, ‘রাজা ফিরে এসেছেন! ফর্ম ক্ষনস্থায়ী কিন্তু ক্লাস চিরকালই স্থায়ী থ🔴াকে! সিআর সেভেন তোমায় ৭০০-র ক্লাবে স্বাগত, নং-7GOAT,কিংবদন্তি।’তাঁর এই টুইটের পরে নেটিজেনরা তাঁকে ট্রোল করতে শুরু করেছেন। আসলে,যুবরাজ এই টুইটে‘Welcome to700 Club’অর্থাৎ ‘৭০০ ক্লাবে তোমায় স্বাগত’ এই শব্দটিলিখেছিলেন। যে কারণে তিনি নেটিজেনদের নিশানায় পড়েছিলেন। ক্লাব ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ৭০০ গোল করেছেন রোনাল্ডো। এমন পরিস্থিতিতে যুবরাজের ৭০০ ক্লাবে প্রবেশের কথা লিখে ভুল করেছেন। যে দেখে টুইটার ব্যবহারকারীরা অবাক হয়ে যান এবং সিক্সার কিং-এর টুইটারের ক্লাস নিতে শুরু করেন। অনেক নেটিজেন তাঁর ইংরেজি জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন…
একꦛজন নেটিজেন যুবরাজের এই টুইটের পরে লিখেছেন,‘আপনিও কি ৭০০টা গোল করেছেন যুবি পাজি।’ অন্য আর একজন লিখেছেন,‘স্বাগত মানে। ভাই এটা গোলের রেকর্ড, রানের নয়।’ অন্য আর একজন মজা করে লিখেছেন,‘আমার মনে হয় তিনি এই ক্লাবটা নতুন খুলেছেন।’
আরও পড়ুন… ICC Player of th🐼e Month শিরোপা জ﷽িতলেন হরমন, ছেলেদের মধ্যে জয়ী পাক ওপেনার
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এভারটনের বিপক্ষে ম্যাচে অ্যান্থনি মার্শালের স্থলাভিষিক্ত হন এবং মরশুমে তার প্রথম প্রিমিয়ার লিগ গোল করেন। ইংলিশ ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে এটি রোনাল্ডোর লম্বা ইনিংস এবং এটি তার ১৪৪তম গোল। এর জন্য তিনি সময় নিয়েছেন মাত্র ১৪ মিনিট।স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে𓃲 ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ক্লাবের হয়ে তিনি ৪৫০টি গোল করে ছিলেন। জুভেন্টাসের হয়ে রোনাল্ডো ১০১টি গোল করেছিলেন। ম্যা𝔍ঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৪টি এবং স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি গোল করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।