সচিন তেন্ডুলকরকে যদি জিজ্ঞাসা করা হয় তিনি ক্রিকেট পছন্দ করেন কিনা, অথবা মেসির কাছে জানতে চাওয়া হয়, তিনি ফুটবলের অনুরাগী কিনা, বিষয়টা কেমন শোনায়? বাস্তবে অনুরাগীর কাছ থেকে ঠিক এমনই প্রশ্ন শুনতে হল অ্যান💯্ড্রু ফ্লিন্টফকে। প্রশ্ন শুনে প্রাক্তন ব্রিটিশ অল-রাউন্ডারকে রীতিমতো অস্বস্তিতে দেখায়।
আসলে ফ্লিন্টফ সেই সব ক্রিকেটারদের দলে পড়েন, যাঁরা খেলা ছাড়ার পর ক্রিকেট থেকে দূরত্ব বজায় রাখেন। ২০১০ সালে সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কদাচিৎই ফ্লিনꦡ্টফকে দেখা গিয়েছে ক্রিকেটের আঙিনায়। কয়েকটি ক্ষেত্রে ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞের ভূমিকায় অবতীর্ণ হওয়া ছাড়া ফ্লিন্টফ ক্রিকেটের বাইরে অন্য ক্ষেত্রে নিজের নতুন কেরিয়ার শুরুর চেষ্টা করেন। সম্ভবত সেকারণেই নিতান্ত তরুণ এক ক্রিকেটপ্রেমী চিনতে পারেননি ব্রিটিশ অলꦏ-রাউন্ডারকে।
জনপ্রিয় টেলিভিশন শো টপ গিয়ারের সঞ্চালনার সময় ফ্লিন্টফকে দেখা যায় গাড়ির ভিতরে এক অনুরাগীর সঙ্গে রয়েছেন। সংশ্লিষ্ট অনুরাগী হঠাৎই ফ্লিন্টফকে জিজ্ঞাসা করে বসেন যে, তিনি ক্রিকেটের অনুরাগী কিনা। কিছু༺ক্ষণ চুপ থাকার পর ফ্রেডি জবাব দেন, ‘হ্যাঁ'। পরে সেই অনুরাগী ফ্লিন্টফের কাছে জানতে চান, বিশেষ কোনও দলকে তিনি সমর্থন করেন কিনা। ব্রিটিশ তারকা চেন্নাই সুপার কিংসের নাম নেন, আই꧋পিএলে যে দলের হয়ে তিনি অতীতে মাঠে নেমেছেন।
সিএসকের নাম শোনা মাত্রই সেই অনুরাগীকে উচ্ছ্বসিত দেখায়, কেননা তিনিও চেন্নাইয়ের সমর্থক। পরে ফ্রেডি তাঁকে হতবাক করে দেন এটা জানিয়ে যে, তিনি একসময় চেন্নাইয়ের হয়ে মাঠে নেমেছেন। সংশ্লিষ্ট অনুরাগী কার্যত অবিশ্বাসের ভঙ্♐গিতে তাকিয়ে থাকেন ফ্লিন্টফের দিকে এবং জানতে চান যে, কোন বছরে। ফ্লিন্টফ ২০০৮ সালের কথা উল্লেখ করায় অনুরাগী বলেন, ‘আমি সেই সময় ছোট ছিলাম, তাই খেলা দেখিনি।’ ফ্লিন্টফ হতভম্ব হয়ে বলেন, ‘ঠিক’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।