প্রাক্তন ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ফ্রান্সেসকা শিয়াভোন। যিনি সম্প্র📖তি মারণ রোগ ক্যান্সারকে হার মানিয়েছে আগের স্বাভাবিক জীবনে ফিরলেন। আর সেটাই নিজের ফ্যানদের সামনে তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'আমি এখনও নিশ্♌বাস নিচ্ছি।'
৩৯ বছর বয়সী ফ্রান্সেসকা শিয়াভোন ইতালির প্রথম মহিলা টেনিস খেলোয়াড়, যিনি ২০১০ সালে রোলাঁ গারোর গ্র্যান্ড স্ল্যাম জিতে 𒅌ইতিহাস গড়ে ছিলেন। দীর্ঘদিন তিনি ছিলেন সবার চোখের আড়ালে। এবার সবার সামনে 𝔉এসে ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় জানিয়ে দিলেন, এতদিন তিনি কোথায় ছিলেন?
ইনস্টাগ্রামে তিনি বলেন, 'হে বন্ধুগণ, শেষ সাত আট মাস আমি সোশ্যাল🐽 মিডিয়া এবং এই দুনিয়া থ🍸েকে অনেকটা দূরে ছিলাম। আমি তোমাদেরকে জানাতে চাই এই কদিনে আমার সঙ্গে কি হয়েছে।'
মাথার চুল প্রায় মুড়িয়ে ফেলা ফ্রান্সেসকা শিয়াভোন আরও বলেন, 'আমার ক্যান্সার 🔴হয়েছিল। আমি কেমোথেরাপি করিয়েছি। আমি একটা কঠিন লড়াই লড়েছি। যার ফলে আমি এখন নিঃশ্বাস নিতে পারছি। আমি এই লড়াইটা জিতেছি। আর এখন আমি নিজের আগের জায়গ♔ায় ফিরলাম।'
তবে, ফ্রান্সেসকা শিয়াভোন কি ধরনের ক্যান্🐼সার আক্রান্ত হয়েছিলেন, সে বিষয়ে অবশ্য কিছুই বলেননি। ২০১৮ সালের ইউএস ওপেন অংশগ্রহণ করার পরই নিজের ২২ বছরের টেনিস ক্যারিয়ার শেষ করেন ফ্রান্সেসকা শিয়াভোন। ক্যারিয়ারে আ🐓টটি বড় খেতাবজয়ী ইটালির এই তারকা মহিলা টেনিস খেলোয়াড় ২০০৬, ২০০৯ এবং ২০১০ সালে ইতালির ফেড কাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।