ক্যাপ্টেন হওয়া তো দূরের কথা, মহেন্দ্র সিং ধোনি কীভাবে আ𓃲ইসিসির দশকের সেরা টি-২০ দলে জায়গা পান, সেবিষয়েই প্রশ্ন তুলে দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
সম্প্রতি আই🌠সিসি দশকের সেরা দল ও ক্রিকেটারদের বিশেষ স্বীকৃতি প্রদান করে। ধোনি ব্যক্তিগতভাবে 'স্পিরট অফ দ্য ক্রিকেট' পুরস্কার জেতার পাশা🧸পাশি দশকের সেরা ওয়ান ডে ও টি-২০ দলে জায়গা করে নিয়েছেন। নিছক উইকেটকিপার হিসেবেই নয়, বরং ওয়ান ডে ও টি-২০ দলের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন মাহি।
ওয়ান ডে দলের ক্যাপ্টেন হওয়া নিয়ে কোনও সংশয় প্রকাশ না করলেও ধোনির টি-২০ দলে জায়গা পাওয়া নিয়ে আইসিসির সঙ্গে একমত হতে পারলেন না চোপড়া। তিনি বলেন, ‘আমি এই বিষয়ে একটু সংশয়ী। আপনি যদি টি-২🍒০ ক্রিকেট নিয়ে কথা বলেন, তবে ভারত এই সময়ের মধ্যে কিছু জেতেনি এবং ধোনিও ভালো কিছু করেনি। আমরা যখন টি-২০ ফর্ম্যাট নিয়ে কথা ব♊লছি, তখন সেই দলে জোস বাটলারের মতো ক্রিকেটার থাকবে না?’
উল্লেখ্য, আইসিসির দশকের সেরা পুরস্কারের জন্য যে সময়সীমা নির্ধারিত ছিল, সেই সময়ের মধ্যে ধোনির ♛নেতৃত্বে ভারত ২০১১ আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ এবং ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। তবে টি-২০ বিশ্বকাপ জিততে পারেনি।'
দশকের সেরা টি-২০ দল: রোহিত শর্মা, ক্রিস গে꧑ইল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এবি ডি'ভিলিয়র্স, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), কায়রন পোলার্ড, রশিদ খান, জসপ্রীত বুমরাহ ও লসিথ মালিঙ্গা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।