দীর্ঘ কেরিয়ারে যাঁদের সঙ্গে🍃 খেলেছেন অথবা যাঁদের বিপক্ষে মাঠে নেমেছেন, তাঁদের মধཧ্য থেকে সেরা ব্যাটসম্যানদের তালিকা বেছে নিতে গিয়ে ওয়াসিম আক্রম কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে রাখলেন পাঁচ নম্বরে। প্রাক্তন পাক অধিনায়ক সবার আগে জায়গা করে দিয়েছেন ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডসকে।
স্যার রিচার্ডস সম্পর্কে আক্রম বলেন, ‘যদি আপনি এমন একজন ব্যাটসম্যানের কথা বলেন যার টেকনিক অতুলনীয়, সহজাত দক্ষতা সম্পন্ন এবং ক্রিকেটের উপর তার বিপুল প্রভাব রয়েছে, তবে তিনি হলেন স্যার ভিভ রিচার্ডস। আমি আশির দশকের মাঝামাঝি সময় থেকে ২০০০ পর্যন্ত কিংবদন্তি▨ সব ব্যাটসম্যানদের বিরুদ্ধে খেলেছি। তবে রিচার্ডস অন্য জাতের ব্যাটসম্যান।’
আক্রম নিজের তালিকার দ্বিতীয় স্থানে রেখেছেন কিউয়ি কিংবদন্তি মার্টিন ক্🀅রো'কে। তৃতীয় স্থানে জায়গা করে দিয়েছেন আরও এক ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাকে।
আক্রম চার নম্বরে নাম নিয়েছেন প্রাক্তন🍨 পাক অধিনায়ক ইনজামাম-উল-হকের। তার পরেই পাঁচ নম্বরে বিবেচনা করেছেন সচিনের নাম।
একদা জাতীয় দ𝐆লের সতীর্থ বসিত আলির ইউটিউব চ্যাট শোয়ে আক্রম সচিন সম্পর্কে বলেন, 'আমি সচিনকে এই তালিকা থেকে সরিয়ে রাখতে চাই কারণ, আমরা ওর বিরুদ্ধে ১০ বছর টেস্ট খ𓆉েলিনি। আমি এবং ওয়াকার ওকে দীর্ঘ ১০ বছর বল করিনি। ও ১৬ বছর বয়সে পাকিস্তানে আসে ১৯৮৯ সালে। তার পরে আমরা ওর বিরুদ্ধে খেলি ১৯৯৯ সালে।'
আক্রম আꦺরও বলেন, 'আমি শারজায় সচিনকে বল করেছি। তবে টেস্ট ক্রিকেট অন্য বিষয়। সন্দেহ নেই ও ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। তবে যেহেতু নিজের সেরা সময়ে ওকে বল করিনি, তাই একজন বোলার হিসেবে সচিনকে বিচার করা আমার পক্ষে কঠিন।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।