২০১১ বিশ্বকাপে ভারতের জয়ের পিছনে প্রাক্তন ব্যাটার গৌতম গম্ভীরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাঁ-হাতি ব্যাটার পুরো প্রতিযোগিতায় ভালো ইনিংস খেলেছিলেন। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে হাই ভোল্টেজ ফাইনালে তার সেরাটা আসে। সেই ম্যাচে গৌতম গম্ভীর মাতℱ্রতিনরানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। সেই ম্যাচে তিনি ৯৭ রান করেন। তবে 🍎তিনি ভারতের জয়ে তার দুর্দান্ত ভূমিকা পালন করেছিলেন।
সেই সময়, 🐬স্টেডিয়ামে অনেক ভক্ত গৌতম গম্ভীরের মাস্টার ইনিংসকে স্যালুট করছিলেন। হাততালি দিয়ে কুর্নিশ জানিয়েছিলেন।কিন্তু তখন তার স্ত্রী নাতাশা স্টেডিয়ামে ছিলেন উপস্থিত ছিলেন না। গম্ভীর সেই ঘটনাটি স্মরণ করেছেন। গৌতি জানান তার স্ত্রী নাতাশা ২০১১ বিশ্বকাপের ফাইনালের বিনামূল্যের টিকিটের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। ম্যাচটি হয়েছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। গম্ভীর বলেছেন যে নাতাশা তাৎক্ষণিকভাবে টিকিটের প্রস্তাব ফিরিয়ে দেননি। বরং তাকে এই ম্যাচের গুরুত্ব সম্বন্ধে উল্টে প্রশ্ন করেছিলেন। গৌতমকে এই গেমটি সম্পর্কে নাতাশা বলেন ম্যাচটি কি এতটাই গুরুত্বপূর্ণ?গৌতম গম্ভীর আরও বলেছেন যে এই গেমটি জেতার পরেই তাঁর স্ত্রী বুঝতে পেরেছিলেন যে এই গেমটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। যখন তিনি দেখেছিলেন যে গোটা দেশ এই জয়টি কতটা উদযাপন করছে। এরপরে গম্ভীর বলেন আজও নাতাশা সেই ঘটনাটি মনে করে বিব্রত হন।
যতীন সাপ্রুর ইউটিউব চ্যানেলে একথ🌼া জানিয়েছেন গম্ভীর। গৌতম বলেন,‘আমরা যখন মোহালিতে পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ জিতে মুম্বইয়ে পৌঁছেছিলাম,তখন আমি নাতাশাকে বলেছিলাম–তুমি কি ফাইনাল ম্যাচ দেখতে আসতে চাও?তিনি বললেন- ঠিক আছে,আমাকে ভাবতে দাও। তারপর আবার ডেকে জিজ্ঞেস করল- এটা কি এতটাই গুরুত্বপূর্ণ?এটা শুধুই তো ক্রিকেট খেলা। কে মুম্বই এসে বিরক্ত হতে চাইবে! বরঁ আমার বোন আর আমার ভাই আসবে।’
গম্ভীর আরও ব্যাখ্যা করেছেন যে,তার বোন এবং ভাই এসেছিলেন এবং ๊আমরা যখন জিতেছিলাম তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে পুরো দেশ সত্যিই উদযাপন কর🅠ছে। তিনি জানতে চাইলেন কেন সারা দেশ উদযাপন করছে এবং আমি বলেছিলাম যে আমরা ২০ বছর পরে বিশ্বকাপ জিতেছি। এমনকি নাতাশা আজও বিব্রত অনুভব করে যখন সে ভাবে তার বোন এবং ভাই সেখানে থাকাস্বত্ত্বেও সে সেই খেলাটি দেখতে আসেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।