লিগ পর্বে আগাগোড়া দাপট দেখিয়ে প্রথম দল হিসেবে আইপিএল ২০২৩-এর প্লে-অফে ওঠে গুজরাট টাইটানস। চেন্নাই দ্বিতীয় দল হিসেবে শেষ চারের টিকিট নিশ্চিত করে। যদিও তাদের নেট রান-রেটে টেক্কা দিতে হয় লখন🍌উ সুপার জায়ান্টসকে। এবার চিপকে আইপিএল ২০২৩-এর প্রথম কোয়ালিফায়ারের লড🎀়াইয়ে গুজরাটের বিরুদ্ধে সম্মুখসমরে নামেন ধোনিরা। এই ম্যাচ জিতলে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত। হারলে নামতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের লড়াইয়ে। শেষমেশ চিপকে আধিপত্য দেখিয়ে সরাসরি ফাইনালে ওঠে চেন্নাই সুপার কিংস। প্রথম কোয়ালিফায়ারে পরাজিত হওয়ায় হার্দিক পান্ডিয়াদের নামতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।
ম্যাচের সেরা রুতুরাজ
৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটা♌রের পুরস্কার জেতেন চেন্নাই সুপার কিংসের তারকা ওপেনার রুতুরাজ গায়কোয়াড়।
আইপিএল ২০২৩-এর ফাইনালে চেন্নাই
শেষ ওভারে মাথিসা পথিরানার বলে ১টি চার মারেন নূর আহমেদ। ওভারের শেষ বলে দীপক চাহারের হাতে ধরা পড়েন মহম্মদ শামি। চেন্নাই সুপার কিংসের ৭ উইকেটে ১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে গুজরাট টাইটানস ২০ ওভারে ১৫৭ রান তুলে অল-আউট হয়ে যায়। ১৫ রানে ম্যাচ জিতে আইপিএল ২০২৩-এর ফাইনালে জায়গা করে নেয় চেন্নাই। শামি ৫ রান করে আউট হন। ৭ রানে অপরাজিত থাকেন নূর। পথিরানা ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ২টি উইক♛ে🔯ট দখল করেন। উল্লেখযোগ্য বিষয় হল, আইপিএল এই প্রথমবার অল-আউট হয় গুজরাট টাইটানস। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে টাইটানসকে প্রথমবার পরাজিত করে চেন্নাই। এই নিয়ে মোট ১০ বার আইপিএলের ফাইনালে ওঠে চেন্নাই সুপার কিংস।
রশিদ খান আউট
১৮.৩ ওভারে তুষার দেশপান্ডের বলে ডেভন কনওয়ের হাতে ধরা পড়েꦆন রশিদ খান। ১৬ বলে ৩০ রান করেন রশিদ। মারেন ৩টি চার ও ২টি ছক্কা। ১৪২ রানে ৯ উইকেট হারায় গুজরাট। ব্যাট করতে নামেন মহম্মদ শামি। তিনি ১টি চার মারেন। ১৯ ওভার শেষে গুজরাটের স্কোর ৯ উইকেটে ১৪৬ র𒈔ান। জয়ের জন্য শেষ ওভারে ২৭ রান দরকার টাইটানসের। দেশপান্ডে ৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
২ ওভারে ৩৫ রান দরকার গুজরাটের
১৮ ওভার শেষে গুজরাট ট🧜াইটানসের স্কোর ৮ উইকেটে ১৩৮ রান। জয়ের জন্য শেষ ২ ওভারে ৩৫ রান দরকার তাদের। রশিদ খান ২৬ রানে ব্যাট করছেন। পথিরানা ৩ ওভারে ২৬ রানের বিনিময়ে ১টি উই❀কেট নিয়েছেন।
রান-আউট দর্শন
১৭.৪ ওভারে পরিবর্ত ফিল্ডার সুভ্রাংশু সেনাপতির সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে মাঠ ছাড়েন দর্শন নালকান্ডে। গোল্ডেন ডাকে ম🐼াঠ ছাড়েন দর্শন। ১৩৬ রানে ৮ উইকেট হারায় গুজরাট। ব্যাট করতে নামেন নূর আহমেদ।
বিজয় শঙ্কর আউট
১৭.৩ ওভারে মাথিসা পথিরানার বলে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ধরা পড়েন বিজয় শঙ্কর। ১০ বলে ১৪ রান করেন তিনি। মারেন ১টি ছক্কা। ১৩৬ রানে ৭ উইকেট হারায় গুজরাট। ব্যাট করতে নামেন দর্🌟শন নালকান্ডে।
দেশপান্ডের ওভারে ১৯ রান
১৭তম ওভারে তুষার দেশপান্ডের বলে ১টি ছক্কা মারেন বিজয় শঙ্কর। ১টি ছক্কা ও ১টি চার মারেন রশিদ খান। ওভারে ১৯ রান ওঠে। ১৭ ওভার শেষে গুজরাটে🐲র স্কোর ৬ উইকেটে ১৩৪ রান। রশিদ ২৫ ও বিজয় শঙ্কর ১৩ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ৩৫ রান খরচ করেছেন তুষার। জয়ের জন্য ৩ ওভারে ৩৯ রান দরকার টাইটানসের।
পথিরানার ওভারে চার-ছক্কা রশিদের
১৬তম ওভারে মাথিসা পথিরা𒆙নার বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন রশিদ খান। ওভারে ১৩ রান ওঠে। ১৬ ওভার শেষে গুজরাটের স্কোর ৬ উইকেটে ১১৫ রান। জয়ের জন্য ৪ ওভারে ৫৮ রান দরকার টাইটানসের। রশিদ ৭ বলে ১৫ রান করেছেন। পথিরানা ২ ওভারে ২৩ রান খরচ করেছেন।
রাহুল তেওয়াটিয়া আউট
১৪.৩ ওভারে মাহিশ থিকসানার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রাহুল⛦ তেওয়াটিয়া। ৫ বলে ৩ রান করেন তিনি। গুজরাট ৯৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রশিদ খান। ১৫ ওভার শেষে গুজরাটের স্কোর ৬ উই🧸কেটে ১০২ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে ৭১ রান দরকার টাইটানসের। থিকসানা ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
শুভমন গিল আউট
জোর ধাক্কা গুজরাট শিবিরে। ১৩.১ ꧂ওভারে দীপক চাহারের বলে ডেভন কনওয়ের হাতে ধরা পড়েন শুভমন গিল। ৩৮ বলে ৪২ রান করেন তিনি। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। ৮৮ রানে ৫ উইকেট হারায় টাইটানস। ব্যাট করতে নামেন রাহুল তেওয়াটিয়া। ১৪ ওভার শেষে গুজরাটের স্কোর ৫ উইকেটে ৯৫ রান। চাহার ৪ ওভারে ২৯ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন।
ডেভিড মিলার আউট
১২.৫ ওভারে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ডেভিড মিলার। ৬ বলে ৪ রান করেন তিনি। গুজরাট ৮৮ রানে ৪ উইকেট হ📖ারায়। ব্যাট করতে নামেন বিজয় শঙ্ক🍌র। জাদেজা ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
১০ বলের ওভার পথিরানার
১২তম ওভারে চারটি ওয়াইড বল করেন মাথিসা পথিরানা। ১০ বলের ওভারে তিনি ১০ রান খরচ করেন। ১২ ওভার শেষে গুজরাটের স্কোর ৩ উইকেটে 🏅৮৪ রান। ৪০ রানে ব্যাট করছেন গিল।
দাসুন শানাকা আউট
১০.৩ ওভারে রবীন্দ্র জাদেজা বলে মাহিশ থিকসানার হাতে ধরা পড়েন দাসুন শানাকা। ১৬ বলে ১৭ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। ৭২ রানে ৩ উইকেট হারায় গুজরাট। ব্যাট করতে নামেন ডেভিড মিলার। ১১ ওভার শেষে টাইটানসের স্কোর🤡 ৩ উইক▨েটে ৭৪ রান। গিল ৩৫ রানে ব্যাট করছেন। জাদেজা ৩ ওভারে ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
থিকসানার ওভারে চার-ছক্কা শানাকার
দশম ওভারে মাহ🍎িশ থিকসানার♕ বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন দাসুন শানাকা। ওভারে ১৩ রান ওঠে। ১০ ওভার শেষে গুজরাটের স্কোর ২ উইকেটে ৭২ রান। গিল ৩৪ ও শানাকা ১৭ রানে ব্যাট করছেন। থিকসানা ৩ ওভারে ২১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। জয়ের জন্য শেষ ১০ ওভারে ১০১ রান দরকার টাইটানসের।
জাদেজার ওভারে ৭ রান
নবম ওভারে🦹 রবীন্দ্র জাদেজার বলে ১টি চার মারেন শুভমন গিল। ওভারে মোট ৭ রান ওঠে। ৯ ওভার শেষে 🅷গুজরাটের স্কোর ২ উইকেটে ৫৯ রান। গিল ৩২ রানে ব্যাট করছেন। ২ ওভারে ১২ রান খরচ করেছেন জাদেজা।
৫০ টপকাল গুজরাট
অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় গুজরাট টাইটানস। থিসকানার ওভারে ৬ রান ওঠে। টাইটানসের স্📖কোর ২ উইকেটে ৫২ রান। ২৭ রানে ব্যাট করছেন গিল। থিসকানা ২ ওভারে ৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
জাদেজার ওভারে ৫ রান
সপ্তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে ১টি চার মারেন শুভমন গিল। ওভারে ৫ রান ওঠে। ৭ ওভার শেষে গুজরাটের স্কোর ২ উ🧸ইকেটে ৪৬ রান। গিল ২৫ রানে ব্যাট করছেন।
হার্দিক পান্ডিয়া আউট
৫.৫ ওভারে মাহিশ থিকসানার 🤡বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ৭ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চার। ৪১ রানে ২ উইকেট হারা🐷য় গুজরাট। ব্যাট করতে নামেন দাসুন শানাকা। গিল ২০ রানে ব্যাট করছেন।
দীপক চাহারের ওভারে ৭ রান
পঞ্চম ওভারে দীপক চাহারের বলে ১টি চার মারেন শুভমন গিল। ওভারে ৭ রান ওঠে। ৫ ওভার শেষে গুজরাটের স্কোর ১ উইকেটে ৩৯ রান। গিল ১৯ রানে ব্যাট করছেন। চাহার ৩ ওভারে ২২ রানের বিনিময়েꦉ ১টি উইকেট নিয়েছেন।
তুষারের ওভারে ১০ রান
চতুর্থ ওভারে তুষার দেশপান্ডের বলে ১টি চার মারেন হার্দিক পান্ডিয়া এবং ১টি চার মারেন শুভমন গিল। ওভারে ১০ রান ওঠে। ৪ ওভার শেষে গুজরাট টাইটানসের স্কোর ১ উইকেটে ৩২ রান⭕। গিল ১৪ রানে ব্যাট করছেন। তুষার ২ ওভারে ১༺৬ রান খরচ করেছেন।
ঋদ্ধিমান সাহা আউট
২.৬ ওভারে দীপক চাহারের বলে ইমপ্যাক্ট প্লেয়ার মাথিসা পথিরানার হাতে ধরা পড়েন ঋদ্ধিমান সাহা। ১১ বলে ১২ রান করেন ঋদ্ধি। মারেন ২টি চার। গুজরাট ২২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। গিল ৯ রানে ব্যাট করছেন। চাহার ২ ওভারে ১৫ রান𝄹ের বি꧑নিময়ে ১টি উইকেট দখল করেন।
দেশপান্ডের ওভারে ঋদ্ধির বাউন্ডারি
দ্বিতীয় ওভ꧟ারে বল করতে আসেন তুষার দেশপান্ডে। পঞ্চম বলে গিলের হাফ-চান্সকে ক্যাচে পরিণত করতে পারেননি দীপক। শেষ বলে চার মারেন ঋদ্ধিমান সাহা। ওভারে ৬ রান ওঠে। ২ ওভার শেষে গ🌱ুজরাটের স্কোর বিনা উইকেটে ৯ রান। সাহা ৭ রানে ব্যাট করছেন।
রান তাড়া শুরু গুজরাটের
শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন ঋদ্ধিমান সাহা। চেন্নাইয়ের হয়ে বোলিং শুরু করেন দীপক চাহার। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন𒁏 ঋদ্ধি। প্রথম ওভারে ৩ রান সংগ্রহ করে গুজরাট।
জাদেজা আউট, চেন্নাইকে নাগালে বাঁধল গুজরাট
শেষ ওভারে মহম্মদ শামির বলে ১টি চার মারেন জাদেজা এবং ১টি ছক্কা মারেন মইন আলি। ওভারের শেষ বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জাদেজা। ১৬ বলে ২২ রান করেন জাদেজা। মারেন ২টি চার। চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৭২ রান তোলে। মইন আলি ৪ বলে ৯ রা🅘ন করে নট-আউট থাকেন। শামি ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। জয়ের জন্য গুজরাটের দরকার ১৭৩ রান।
মহেন্দ্র সিং ধোনি আউট
১৮.৫ ওভারে মোহিত শর্মার বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন মহেন্দ্র সিং⭕ ধোনি। ২ বলে ১ রান করেন চেন্নাই দলনায়ক। ১৫৫ রানে ৬ উইকেট হা♋রায় সিএসকে। ব্যাট করতে নামেন মইন আলি। ১৯ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৬ উইকেটে ১৫৭ রান। জাদেজা ১৬ রানে ব্যাট করছেন। মোহিত ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
আম্বাতি রায়াড়ু আউট
১৭.৬ ওভারে রশিদ খানের বলে দাসুন শানাকার হাতে ধরা পড়েন আম্বাতি রায়াড়ু। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন তিনি। চেন্নাই ১৪৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট কꦦরতে নাম👍েন মহেন্দ্র সিং ধোনি। রশিদ ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ১০ রানে ব্য়াট করছেন জাদেজা।
মোহিতের ওভারে ৬ রান
১৭তম ওভারে ৬ রান খরচ করেন মোহিত শর্মা। চেন্নাইয়ের স্কোর ৪ উইকেটে ১৩৭ রান। মোহিত ৩🔜 ওভারে ২২ রানের বিনিময়ে ১টি উইকেট ন🎃িয়েছেন।
ডেভন কনওয়ে আউট
১৫.১ ওভারে মহম্মদ শামির বলে রশিদ খানের হাতে ধরা পড়েন ডেভন কনওয়ে। ৩৪ বলে🍨 ৪০ রান করেন তিনি। মারেন ৪টি চার। ১২৫ রানে ৪ উইকেট হারায় চেন্নাই। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। ১৬ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৪ উইকেটে ১৩১ রান। শামি ৩ ওভারে ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
অজিঙ্কা রাহানে আউট
১৪.৫ ওভারে দর্শন নালকান্ডের বলে শুভমন গিলের হাতে ধরা পড়েন অজিঙ্কা রাহানে। ১০ বলে ১৭ রান করেন তিনি। মারেন ১টি ছক্ক🔥া। চেন্নাই ১২১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আম্বাতি রায়াড়ু। দর্শনের ওভারে ১৮ রান ওঠে। ১৫ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ১২৫ রান। দর্শন ৪ ওভারে ৪৪ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
১০০ টপকাল চেন্নাই
১৪❀তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকাল চেন্নাই সুপার কিংস। রশিদের ওভারে ৮ রান ওঠে। ১৪ ওভার শেষে চেন্নাইয়ের স্কꦉোর ২ উইকেটে ১০৭ রান। ৩৫ রানে ব্যাট করছেন কনওয়ে। রশিদ ৩ ওভারে ২৬ রান খরচ করেছেন।
দর্শনের ওভারে ৫ রান
১৩তম ওভারে মাত্র ৫ রান খরচ করেন দর্শন নালকান্ডে। ১৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৯৯ রান। কন🙈ওয়ে ৩১ রানে ব্যাট করছেন। দর্শন ৩ ওভারে ২৬ রান খরচ করেছেন।
শিবম দুবে আউট
১১.৩ ওভারে নূর আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শিবম দুবে। ৩ বলে ১ রান করেন তিনি। চেন্নাই ৯০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অজিঙ্কা রাহানে। ১২𓄧 ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ২ উইকেটে ৯৪ রান। কনওয়ে ৩০ রানে ব্যাট করছেন। নূর ৪ ওভারে ২৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
রুতুরাজ গায়কোয়াড় আউট
১০.৩ ওভারে মোহিত শর্মার বলে ডেভিড মিলারের হাতে ধরা পড়েন রুতুরাজ গায়কোয়াড়। ৪৪ বলে ৬০ রান করেন তিনি। মারেন ৭টি চার ও ১টি ছক্কা। চেন্নাই দলগত ৮৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শিবম দুবে। ১১ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ১ উইকেটে ৮৯ রান। কনওয়ে ২৬ রানে ব্যাট করছেন। মোহিত ২ ওভারে ১৬ রান খরচ করে ১ꦏটি উইকেট নিয়েছেন♊।
অর্ধেক ইনিংস শেষ
দশম ওভারে নূর আহমেদের বলে ১টি চার মারেন ডেভন কনওয়ে। ওভারে ৯ রান ওঠে। অর্ধেক ইনিংস শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৮৫ রান। ডেভন ২৪ ও রুতুরাজ ৫৯ রানে ব্যাট করছেন। নূর ৩ ও♏ভꦺারে ২৪ রান খরচ করেছেন।
রুতুরাজের হাফ-সেঞ্চুরি
৬টি চার ও ১টি ছক্কার সাহায্য✱ে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রুতুরাজ গায়কোয়াড়। গুজরাট টাইটানসের বিরুদ্ধে এটি তাঁর টানা চতুর্থ অর্ধশতরান। মোহিত শর্মার ওভারে ২টি চার মারেন গায়কোয়াড়। ওভারে ১২ রান ওঠে। ৯ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৭৬ রান। রুতুরাজ ৫৬ রানে ব্যাট করছেন।
নূর আহমেদের ওভারে ৬ রান
অষ্টম ওভারে নূর আহমেদের বলে ৬ রান সংগ্রহ 🎐করে চেন্নাই সুপার কিংস। তাদের স্কোর বিনা উইকেটে ৬৪ রান। গায়কোয়াড় ৪৬ ও কনওয়ে ১৬ রানে ব্যাট করছেন। নূর ২ ওভারে ১৫ রান খরচ করেছেন।
৫০ টপকাল চেন্নাই
সপ্তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় চেন্নাই সুপার কিংস। রশিদের ওভারে ৯ রান ওঠে। ১টি চার মারেন রুতুরাজ। চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৫৮ রান। গায়কোয়াড় ৪২ রানে ব্যাট করছেন। রশিদ ২⛎ ওভারে ১৮ রান খরচ করেছেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষ🅺ষ্ঠ ওভারে নূর আহমেদের বলে ১টি চার মারেন রুতুরাজ এবং ১টি চার মারেন কনওয়ে। ওভারে ৯ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর বিনা উইকেটে ৪৯ রান। রুতুরাজ ৩৩ ও কনওয়ে ১৪ রানে ব্যাট করছেন।
রশিদের ওভারে ৯ রান
পঞ্চম ওভারে বল করতে আসেন ༒রশিদ খান। তাঁর বলে ১টি চার মারেন রুতুরাজ গায়কোয়াড়। ওভারে ৯ রান ওঠে। ৫ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ৪০ রান। রুতুরাজ ২৮ 😼রানে ব্যাট করছেন।
দর্শনের ওভারে ৮ রান
চতুর্থ ওভারে দর্শন নালকান্ডের বলে ১টি চার মারেন ডেভন কনওয়ে। ওভারে ৮ রান ওঠে। ৪ ওভার শেষে চেন্🧔নাইয়ের স্কোর বিনা উইকেটে ৩১ রান। রুতুরাজ ১৯ ও কনওয়ে ১০ রানে ব্যাট করছেন। দর্শন ২ ওভারে ২২ রান𝄹 খরচ করেছেন।
শামির ওভারে ৫ রান
তৃতীয় ওভারে বল করতে আসেন মহম্মদ শামি। ১টি চার মারেন রুতুরাজ। ওভারে ৫ রান ওঠে। ৩ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ২৩ রান। ১৮ রানে ব্যাট 🦋করছেন রুতুরাজ। শামি𒆙 ২ ওভারে ৮ রান খরচ করেছেন।
আউট হয়ে বাঁচলেন রুতুরাজ
দ্বিতীয় ওভারে বল করতে আসেন দর্শন নালকান্ডে। তাঁর তৃতীয় বলে শুভমন গিলের হাতে ধরা পড়েন রুতুরাজ গায়কোয়াড়। তবে সেটি নো-বল হওয়ায় বেঁচে যান গায়কোয়াড়। দর্শন পুনরায় তৃতীয় বল করলে ফ্রি-হিটে ছক্কা হাঁকান রুতুরাজ। চতুর্থ বলে চার মারেন তিনি। ওভারে ১৪ রান ওঠে। ২ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর বিনা উইকেটে ১৮ রান꧂। ১৪ রানে ব্যাট করছেন রুতুরাজ।
ম্যাচ শুরু
যথারীতি ডেভন কনওয়েকে সঙ্গে নিয়🏅ে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড়। গুজরাটের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ শামি। তৃতীয় বলে ২ রান নিয়ে খাতা খোলেন রুতুরাজ। প্রথম ওভারে ৪ রান সংগ্রহ করে চেন্নাই।
দু'দলের পরিবর্ত ক্রিকেটার
গুজরাট- বিজয় শঙ্কর, কেএস ভরত, জয়ন্ত যাদব, সাই সুদর্শন ও শিবম মাভি।
চেন্নাই- মাথিসা পথিরানা, মিচেল স্যান্টনার, সুভ𒉰্রাংশু সেনাপতি, শেক র🐲শিদ ও আকাশ সিং।
চেন্নাইয়ের প্রথম একাদশ
রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মইন আলি, আম্বাতি রায়াড়ু✃, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার),🔥 দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাহিশ থিকসানা।
গুজরাটের প্রথম একাদশ
ঋদ্ধিমান সাহা (উইক🌄েটকিপার), শুভমন গিল, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ডেভিডꦦ মিলার, দাসুন শানাকা, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মহম্মদ শামি, মোহিত শর্মা ও দর্শন নালকান্ডে।
টস জিতল গুজরাট
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ২𝔍০২৩-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টস জিতল গুজরাট টাইটানস। টস জিতে হার্দিক পান্ডিয়া শুরুতে ব্য়াট করার আমন্ত্রণ জানান 🍌ধোনিদের। সুতরাং, চিপকে রান তাড়া করবে গুজরাট।
লিগের ম্যাচের ফলাফল
আমদাবাদে চলতি আইপিএলের উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটানসের কাছে ৫ উইকেটে পরাজিত হয় চেন্নাই সুপার কিংস। শুরুতে ব্যাট করে চেন্নাই ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে। ৫০ বলে ৯২ রান ক🧔রেন রুতুরাজ গায়কোয়াড়𝄹। ৭ বলে ১৪ রান করেন ধোনি। পালটা ব্যাট করতে নেমে গুজরাট ১৯.২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮২ রান তুলে ম্যাচ জিতে যায়। শুভমন গিল ৩৬ বলে ৬৩ রান করেন। ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন রশিদ খান।
চিপকে শেষ ম্যাচ হতে পারে ধোনির
গত কয়েক বছরের মতো এবারও জল্পনা চলছে যে, এটাই কি তবে মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল মরশুম? স্পষ্টভাবে কিছু না জানালেও ধোনি নিজে ইঙ্গিত দিয়েছেন যে, তিনি আইপিএল কেরিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন। সুতরাং, পরের বছর যদি ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ফিরে না আসেন, তব🔥ে এটাই হতে পারে চিপকে মহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচ। চেন্নাই হারুক বা জিতুক, সিএসকে এবছর এই মাঠে আর খেলার সুযোগ পাবে না। প্রথম কোয়ালিফায়ারে জিতলে তাদের ফাইনাল খেলতে হবে আমদাবাদে। হারলে দ্বিতীয় কোয়ালিফায়ারও অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই।
মুখোমুখি লড়াইয়ের একতরফা এগিয়ে গুজরাট
আইপিএলে গুজরাট টাইটানসকে কখনও হারাতে পারেনি চেন্নাই। গতবছর আইপিএলের আঙিনায় আত্মপ্রকাশ করে টাইটানস। সেবার ২টি ম্যাচেই ধোনিদের 🍌হারিয়ে দেন হার্দিক পান্ডিয়ারা। এবছর আইপিএলের উদ্বোধনী ম্যাচেই সম্মুখসমরে নামে দু'দল। এবারও গুরু ধোনিকে টেক্কা দেন শিষ্য হার্দিক। সুতরাং, চেন্নাইয়ের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়র লিগের মুখোমুখি লড়াইয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে গুজরাট টাইটানস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।