নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন তুর্কির ৪৩ বছর বয়সি ওসমান গুরচু। ইতিহাসে নিজের নাম খোদাই করেছেন এই ব্যক্তি। সবচেয়ে দূরে কুঠার নিক্ষেপ করে নতুন নজির স্থাপন করেছেন ওসমান গুরচু। অসাধারণ এই দূরত্বটি ছিল ১৮৩ ফুট ৮.৭২ ইঞ্চি। ওসমান গুরচুꩵর এই নিক্ষেপটি একটি অলিম্পিক সুইমিং পুলের দৈর্ঘ্য (১৬৪ ফুট) ছাড়িয়ে গেছে এবং আগের রেকর্ডধারী আমেরিকান জেসি রুডের ১৪৩ ফুটের রেকর্ডকেও পিছনে ফেলে দিয়েছে। এটি গুরচুর অষ্টম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস শিরোপা।
স্বপ্নকে বাস্তবায়ন করলেন ওসমান গুরচু
দুই সন্তানের বাবা ওসমান জানিয়েছেন, রেকর্ড গড়ার প্রতি তার আগ্রহ সবসময়ই ছিল। তিনি নিয়মিত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্য♒ম পর্যবেক্ষণ করেন নতুন চ্যালেঞ্জ খুঁজে বের করার জন্য।
আরও পড়ুন… ISL 2024-25: শ🌊ুভাশিস ও মনবীরের জোড়া গোল, ১০ জনের মহমেডানকে ৪-০⛎ হারাল মোহনবাগান
ওসমান গুরচুর চূড়ান্ত লক্ষ্য ছিল বার্ষিক প্রকাশনায় নিজের নাম দেখা।🦩 তিনি বলেন, ‘এটি একটি অবিশ্বাস্য অনুভূতি ছিল রেকর্ড ভাঙার, কারণ দূরত্বটি সত্যিই অনেক বেশি, এবং আপনাকে শুধু দূর পর্যন্ত ছুড়লেই হবে না, কুঠারটিকেꦅ লক্ষ্যবস্তুর বোর্ডে আটকে ফেলতে হবে। আমি বহুবার লক্ষ্যবস্তুতে আঘাত করেছি, কিন্তু তা আটকে থাকেনি, তবে আমি কখনও হাল ছাড়িনি।’
দেখুন সেই সবচেয়ে দূরে কুঠার নিক্ষেপের ভিডিয়ো-
চ্যালেঞ্জগুলো যেগুলো মোকাবিলা করতে হয়েছে
যജদিও ওসমান দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন রেকর্ড ভাঙার বিষয়ে, তবুও তাকে প্রস্তুতির সময় নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। একজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে তিনি দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণের সুযোগ পাননি, বিশেষ করে শীতল ও বৃষ্টিস্নাত আবহাওয়ার কারণে। এছাড়া, যখন তিনি রেকর্ড ভাঙার চেষ্টা করছিলেন, তখন অন্য কেউ আগের রেকর্ডকে অতিক্রম করেছিল, যার ফলে তাকে আꦉরও বেশি দূরত্বে নিক্ষেপ করতে হত। তবে ওসমান তার স্বাভাবিক নিক্ষেপ দক্ষতাকে—যা তিনি শৈশব থেকেই লালন করেছেন—তার সাফল্যের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।
ভবিষ্যৎ লক্ষ্য
শুধুমাত্র এই একটি অর্জনেই থেౠমে থাকতে চান না ওসমান। তিনি ভবিষ্যতে আরও রেকর্ড গড়ার পরিকল্পনা করছেন। বিশেষ করে, তিনি ডার্টবোর্ডের লাল বিন্দুকে সবচেয়ে দূর থেকে আঘাত করার রেকর্ড গড়তে চান। এছাড়াও, তিনি বাস্কেটবল শুটিং সংক্রান্ত রেকর্ড ভা🎐ঙার পরিকল্পনা করেছেন এবং আরও চ্যালেঞ্জিং কীর্তিতে অংশ নিতে চান। তিনি বলেন, ‘একজন রেকর্ডধারী হওয়া আমাকে দারুণ আনন্দ দেয়।’ এবং তিনি ভবিষ্যতে আরও রেকর্ড ভেঙে অন্যদের অনুপ্রাণিত করতে চান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।