শু💮ভব্রত মুখার্জি: ভারতীয় সিনিয়র দলের হয়ে প্রোটিয়াভূমে টেস্ট স্কোয়াডে নির্বাচিত হয়েছেন ডানহাতি মিডল অর্ডার ব্যাটার হনুমা বিহারী। অস্ট্রেলিয়ার মাটিতে সিডনিতে চোট নিয়েই অসা💞ধারণ লড়াই করে ভারতের হয়ে টেস্ট ম্যাচ বাঁচানোর পরেও দল থেকে বাদ পড়েন তিনি। দীর্ঘ অপেক্ষার পরে দক্ষিণ আফ্রিকা সফরের দলে ফিরেছেন তিনি। উল্লেখ্য ভারতীয় দক্ষিণ আফ্রিকাতে তাদের ‘এ’ দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ দুরন্ত ছন্দে ছিলেন হনুমা। ভারতীয় ‘এ’ দলের হয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন হনুমা, সেটা আসন্ন সিরিজে কাজে লাগাতে চান।
প্রসঙ্গত সদ্য দক্ষিণ আফ্রিকা ‘এ’ বনাম ভারতীয় ‘এ’ দলের টেস্ট সিরি𒐪জ অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। ব্লুমফন্টনে শেষ ম্যাচ ড্র হওয়ার পরে এ বার ভারতীয় ক্রিকেটারদের লক্ষ্য, দুই দেশের আসন্ন সিনিয়র দলের সিরিজে বাজিমাত করা। উল্লেখ্য দুই দেশের ‘এ’ দলের সিরিজে ভারতকে নেতৃত্ব 𒐪দিয়েছেন হনুমা বিহারী।
প্রোটিয়া সিরিজ সম্বন্ধে বলতে গিয়ে হনুমা বলেন, ‘মাঠের ভিতর ও বাইরে ভারতীয় 'এ' দলের হয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা 🎀এক কথাতে অনবদ্য। অনেক কিছু শিখতে পেরেছি। গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছি সকলে। সকলের কাছে এই কয়েকটা সপ্তাহ এক অসাধারণ অভিজ্ঞতা।’ তিনি টুইটে লেখেন, ‘ভারতীয় এ দলের ক্রিকেটারদের সঙ্গে মাঠ এবং মাঠের বাইরে এক অবিস্মরণীয় সময় কাটিয়েছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।