এই মাসের শꦦুরুতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হতাশাজনক হারের মুখোমুখি হয়েছিল ভারত। শিরোপা লড়াইয়ে ভারতের খারাপ পারফরম্যান্সের পাশাপাশি আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছিল, প্রথম একাদশ থেকে অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দেওয়ার নিয়ে।
ওভালে পিচের অবস্থার কারণে তারকা বোলারকে একাদশে রাখা হয়নি। যদিও এই সিদ্ধান্তটি হজম করতে পারেননি কেউই। সমর্থক এবং প্রাক্তন ক্রিকেটাররা এর তীব্র সমালোচনা করেছিল। অথচ অস্ট্রেলিয়ার অফ-স্পিনার নাথান লিয়ন ভারতের দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়েছিলেন। তাঁর চেয়𒈔ে বেশি উইকেটে এই ইনিংসে আর কো🦂নও অজি বোলার নিতে পারেননি। এর পরে আরও বেশি করে অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড় আরও প্রশ্নের মুখে পড়েন।
আরও পড়ুন: পূজারা বাদ, কোহলি কেন ন✃য়, এবার সাফাই এল BCCI সূত্র থেকে
ডব্লিউটিসি ফাইনালে পরাজয়ের কয়েক ♛দিন পরে অশ্বিন, ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি এই ফাইনালের একাদশ থেকে বাদ পড়া নিয়ে মুখে খুলেছিলেন। এই সাক্ষাৎকারে তাঁর একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন ফেলে দিয়েছিল। কারণ তিনি বলেছিলেন যে, ভারতীয় ড্রেসিংরুমে কোনও বন্ধু নেই, শুধু সহকর্মী রয়েছেন।
অশ্বিন বলেছিলেন, ‘এখন আর আমরা কেউ কারও বন্ধু নই। সবাই সবার সহকর্মী। একটা সময় ছিল যখন সাজঘরে সবাই সবার বন্ধু ছিলꦆ। কিন্তু এখন আর সেই সম্পর্ক নেই। সময়টা অনেক বদলে গিয়েছে। এখন সাজঘরে বসে থাকা এক ক্রিকেটার তার পাশের ক্রিকেটারকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই সতীর্থের সঙ্গে গল্প করারও সময় নেই কারও কাছে।’
আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেট ভালো খেলে আর লাভ নেই- সরফরাজকে বাদ দেওয়ায় চটে লাল প্রাক্তন ভℱ🌟ারতীয় ওপেনার
তিনি যোগ করেছিলেন, ‘আমি ব🅺িশ্বাস করি নিজের খেলা নিয়ে অন্যের সঙ্গে আলোচনা করলে খেলার উন্নতি হয়। কারণ, অনেক ভুল চোখে পড়ে। কিন্তু এখন কেউ কারও কাছে যায় না। সবাই একা পথ চলছে। হতে পারে পেশাদার ক্রিকেটে এখন কোচ ও সাপোর্ট স্টাফ আছে। কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে নিজেরা আলোচনা করলেও অনেক উপকার হয়।’
অশ্বিনের এমন দাবির প্রেক্ষিতে মুখ খুলেছেন ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। যিনি জাতীয় দলের কোচ থাকার সময়ে অশ্বিনের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করেছিꦏলেন, তিনি সোজাসাপ্টা দাবি করেছেন, ‘আমার কাছে সব সময়েই লকলে সতীর্থই ছিল। একজন লোকের কতজন ঘনিষ্ঠ বন্ধু দরকার? কাউকে জিজ্ঞাসা করলে বলবে, জীবনে ৪-৫ জন যথেষ্ট। আমার জীবনে পাঁচ জন ঘনিষ্ঠ বন্ধুই যথেষ্ট। এর বেশি আমার দরকার নেই। আমি বলতে চাইছি, সব সময়েই সতীর্থ ছিল। সে ধারাভাষ্যের বক্স হোক ✅বা ড্রেসিং রুম।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।