ব্যাটটা যদি আটকে না যেত….দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে সম্ভবতও সেই আক্ষেপ যাবে না হরমনপ্রীত কৌরের। কারণ ব্যাটটা আটকে না গেলে নিশ্চিতভা♔বে (সেটা বলাই যায়) মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যেত ভারত। কিন্তু সেই স্বপ্নভঙ্গের পর থেকে চোখের জল থামছে না হরমনের। আবেগে ভেসে যাওয়া হরমনকে সান্ত্বনℱা দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক অঞ্জুম চোপড়া। যিনি নিজেও চোখের জল সামলে বললেন, ‘অধিনায়কের সঙ্গে কষ্ট কিছুটা ভাগ নেওয়াই লক্ষ্য ছিল।’
বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েছিল ভারত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্রিজের ঠিক বাইরে ব্যাট আটকে গিয়ে রান-আউ🀅ট হয়ে যান ভারতীয় অধিনায়ক হরমন (৫২ রান)। যিনি প্রবল অসুস্থতা সত্ত্বেও খেলছিলেন। ওই সময় যদি হরমন আউট ন🦩া হতেন, রবিবার কেপটাউনে ফাইনালে নামত ভারত। কিন্তু সেই স্বপ্ন ভেঙে যাওয়ার পর থেকে নিজের চোখের জল সামলাতে পারেননি হরমন। নিজেই জানান, কেউ যাতে তাঁর চোখের জল দেখতে না পান, সেজন্য সানগ্লাস পরে আছেন।
সেই পরিস্থিতিতে হরমনকে সান্ত্বনা দেন ভারতের প্রাক্তন তারকা অঞ্জুম। বেশ কিছুক্ষণ ভারতীয় অধিনায়ককে জড়িয়ে ধরেন। আলিঙ্গনের মাধ্যমে যেন বলতে চাইছিলেন যে ‘হরমন তুমি যেটা করেছ, সেটা অন্য কেউ হলে হয়ত করতে পারত না’। তারইমধ্যে অঞ্জুমও আবেগপ্রবণ হয়ে পড়েন। কোনওক্রমে ไচোখের জল সামলে আইসিসির সঞ্চালকের কাছে হরমনকে জড়িয়ে ধরা মুহূর্তের বিষয়ে কথা বলেন অঞ্জুম। কী বললেন তিনি, তা দেখে নিন -
'অধিনায়কের সঙ্গে কিছুটা কষ্ট ভা𝓰গ নেওয়াই লক্ষ্য ছিল। বাইরে থেকে সেটাই করতে পারি। আমাদের দু'জনের জন্যই ওটা আবেগের মুহূর্ত ছিল। কারণ ভারতীয় দল অনেকবার সেমিফাইনালে উঠেছে। অনেকবার হেরেছে। (হরমনের) এরকম ইনিংস আমি প্রথমবার দেখলাম না। দেখেছি, ও কীভাবে 🌜চোট, শরীর খারাপের সঙ্গে লড়াই করে ও খেলেছে।'
আরও পড়ুন: চাই না আমার দেশ আমাকে কাঁদতে দেখুক-♏ ম্যাচ হেরে সানগ্লাস পরার কারণ জানালেন হরমন
‘আজ এমন একটা দিন ছিল, যখন ও (হরমন) হয়ত খেলত না। কিন্তু এটা যেহেতু বিশ্বকাপের সেমিফাইনাল ছিল এবং হরমনপ্রীত কৌর এককদম পিছিয়ে যাওয়া খেলোয়াড়দের মধ্যে নয় ও এককদম𝄹 এগিয়ে যাওয়া খেলোয়াড় হল হরমন, (তাই বৃহস্পতিবার খেলেছে)। ও সেটাই করেছে। আজ ম্যাচ শুরু হওয়ার আগে নিজেকে সেই জায়গায় নিয়ে আসে, যেখান থেকে শুধু ফিল্ডিং নয়, এক বাউন্ডারি থেকে অপর বাউন্ডারিতে গিয়ে ফিল্ডিং করেছে। অধিনায়ক বলেছে, আᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚমি বেশি জায়গায় যাচ্ছি। ব্যাটিংয়েও এমন করল যে ভারতীয় দলের সামনে আশা তৈরি হয়েছিল।’
‘অবশ্যই জেমিমা রদ্রিগেজ সঙ্গ দিয়েছিল। আশা জাগানো... য𒆙েভাবে ভারত হেরে গিয়েছে, পাঁচ রান অনেকটা বেশি হয়, অনেকটা কমও হয়। কিন্তু ম্যাচটা যেভাবে এগিয়েছিল, তাতে আমি অনুভব করতে পারছি যে ও কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, ওর হৃদয় ও মস্তিষ্কে কী চলছে, সেটা বুঝতে পারছি। এটা এক খেলোয়াড়ের সঙ্গে অপর খেলোয়াড়ের মুহূর্ত ছিল। একজন অপরজনের সঙ্গে কষ্ট কিছুটা ভাগ করে নিচ্ছে। যাতে কষ্টের ভার কিছুটা লাঘব হয়।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।