ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এই বছর ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত হান্ড্রেড টুর্নামেন্টে খেলবেন ট্রেন্ট রকেটসের হয়ে। অন্যদিকে স্মৃতি মন্ধানাকে রেখে দিল সাউদার✱্ন ব্রেভ। হান্ড্রেড টুর্নামেন্টের ড্রাফটের মাধ্যমে সব ফ্র্যাঞ্চাইজি💎গুলি নিজেদের দল গুছিয়ে নিল।
দ্য হান্ড্রেড টুর্নামেন্টটি ১০০ বলের খেলা। এই টুর্নামেন্টের পুরুষ এবং মহিলা দুই দলই খেলে। বৃহস্পতিবার দ্য হান্ড্রেড টুর্নামেন্টের জন্য হরমনপ্রীতকে ট্রেন্ট রকেটস ড্রাফটের মাধ্যমে তুলে নিল। তবে মন্ধনাকে সাউদার্ন ব্রেভ ধরে রেখেছে। এই টুর্নামেন্টে ৬৮ জন পুরুষ ও মহিলা ক্রিকেটারকে ড্রাফটের মাধ্যমে দলে নেওয়া হল বৃহস্পতিবার। পুরুষ দলের ক্ষেত্রে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ এই দুই ক্রিকেটার এই টুর্নামেন্টে ཧঅংশগ্রহণ করলেও অনেক তারকা ক্রিকেটারই এইবার দল পাননি। তাঁর মধ্যে রয়েছে পাকিস্তানের বাবর আজম ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড এবং নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট।
দ্য হান্ড্রেডের ২০২৩ টুর্নামেন্টটি ১ আগস্ট থেকে শুরু হতে চলেছে। ২০২১ সাল থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। ইংল্যান্ডে বেশ উন্মাদনাও রয়েছে এই নয়া ফরম্যাটের টুর্নামেন্টকে ঘিরে। এই টুর্নামেন্টের আগেই ইংল্যান্ডের মাটিতে বসবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর। সেখানে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়𒀰া।
২০২১ সালে ইংল্যান্ড এবং ওয়েলসে সর্বপ্রথম এই টুর্নামেন্ট শুরু হয়। এই ম্যাচে ওভার নয়, মোট ১০০ টি বলের খেলা হয়। ইংল্যান্ড ও ওয়েলসের বিখ্যাত শহরগ🐈ুলির ভিত্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলি দল তৈরী করে ২০২১-এ প্রথꦰম প্রতিযোগিতা শুরু করা হয়। প্রতিটি ম্যাচ সাধারণত আড়াই ঘন্টার হয়। বিবিসি ও স্কাই স্পোর্টস এর উদ্যোগে এই প্রতিযোগিতার ম্যাচগুলি সম্প্রচারিত হয়। টুর্নামেন্টের প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির মহিলা এবং পুরুষ দুই দল রয়েছে।
গত বছর এই টুর্নামেন্টের ছেলেদের চ্যাম্পিয়ন হয় ট্রেন্ট রকেটস। মেয়েদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওভাল ইনভিনসিবলস। উল্লেখ্য এই বছরই ভারতীয় বোর্ড উইমেন্স প্রিমিয়াম লিগ শুরু করেছে। এই টুর্নামেন্ট খেলার পর আরও একটি লিগে খেলতে ইংল্যান্ডে উড়ে যাবে ভারতীয় মহিলা দলের অধিনায়ক এবং সহও অধিনায়ক। অন্যদিকে চলতি মাসের শেষে শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় লিগ আইপিএল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।