তিরন্দাজিতে সোনা জয়ী হরবিন্দর সিং ও স্প্রিন্টে জোড়া পদক জয়ী প্রীতি পাল প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এর সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বহন করবেন। সিডিএম সত্যপ্রকাশ সাংওয়ান সরকারি ভাবে বিষয়টি জানিয়েছেন। এবছর প্যারালিম্পিক্সের মঞ্চে জয়জয়কার ভারতীয়দের। বিগত বছরগুলির থেকে এবছর সর্বাধিক পদক🅷 অর্জন🌜 করতে সক্ষম হয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। ৬টি সোনা সহ মোট ২৬টি পদক অর্জন করেছে ভারত। প্রীতি এবং হরবিন্দর উভয়ই এবছরের প্যারালিম্পিক্সে ভারতের অন্যতম মুখ।
প্রসঙ্গত, হরবিন্দর সিং তিরন্দাজিতে রিকার্ভ বিভাগে সোনা জয় করেছিল। তাঁর এই জয় এক রেকর্ড সৃষ্টি করে। শুধুমাত্র প্যারালিম্পিক্সে নয়, অলিম্পিক্সেও এটাই তিরন্দাজিতে ভাꦓরতের প্রথম সোনা। হারবিন্দর এর আগে ২০২১ সামার গেম্সে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন, তবে এটি তাঁর প্রথম সোনা জয়। সোনার পদকের লড়াইয়ে হরবিন্দরের বিপক্ষে ছিলেন পোল্যান্ডের লুকাস সিজেক। তবে প্রতিপক্ষকে কোনও সুযোগই দেননি তিনি। অন্যদিকে ইতিহাস সৃষ্টি করেছেন প্রীতি পাল। জোড়া পদক লাভ করেন তিনি। মহিলাদের টি-৩৫ বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জয় করে তিনি। প্যারালিম্পিক্সের স্প্রিন্টে এটাই ভারতের প্রথম পদক। ফাইনালে প্রীতি দৌড় শেষ করেছিলেন মাত্র ১৪.২১ সেকেন্ডে। এছাড়াও ২০০ মিটার দৌড়েও ব্রোঞ্জ পান, তিনি দৌড় শেষ করেছিলেন ৩০.০১ সেকেন্ডে।
জাতীয় পতাকা বহন করার সুযোগ পেয়ে হরবিন্দর জানান, ‘ভারতের জন্য সোনা জেতায় একটি স্বপ্ন সত্যি হয়েছে। সমাপনী অনুষ্ঠানে পতাকাবাহক হিসাবে আমাদের দেশকে নেতৃত্ব দেওয়া আমার কল্পনা করা সর্বোচ্চ সম্মান। এই বিজয় তাদের প্রত্যেকের জন্য যারা আমাকে বিশ্বাস করেছিল এবং আমি আশা করি এই জয় আরও অনেককে তাদের স্বপ্ন অনুসরণ করতে অনুপ্রাণিত করবে।’ অন্যদিকে খুশি ব্যক্ত করেছেন প্রীতিও। তিনি বলেন, ‘পতাকাবাহক হিসাবে ভারতের 🦂প্রতিনিধিত্ব করা একটি বড় সম্মানের। এই মুহূর্ত শুধু আমার নয়; এটা প্রত্যেক প্যারা-অ্যাথলিটের যারা আমাদের জাতিকে গর্বিত করার জন্য নিজেদের সেরাটা দিয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে আমাদের এই অসাধারণ দলকে নেতৃত্ব দিতে পেরে আমি রোমাঞ্চি🍌ত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।