প্যারিসে প্যারালিম্পিক্সের চতুর্থ দিনটা ভালোই গেল ভারতের জন্য। এবারে প্যারিস অলিম্পিক্সে ভারত পেয়েছিল ৬টি পদক। ইতিমধ্যেই সেই সংখ্যাকে ছাড়িয়ে গেছে প্যারালিম্পিক্সে ভারতের পদক জয়ের সংখ্যা। প্যারিসে এবার ইতিহাস লিখলেন ভারতের প্রীতি পাল। গতবার শ্যুটার অবনী লেখারা দুটি পদক জিতেছিলেন একই সংস্করণে। এবার ভারতের দৌ𓆏ড়বিদ প্রীতি পালও সেই একই নজির গড়ে ফেললেন। আগেই ১০০ মিটারে জিতেছিলেন পদক, এবার ২০০ মিটারেও দেশকে পদক এনে দিলেন প্রীতি। এদিকে টোকিয়ো অলিমꦍ্পিক্সে জেতা নিজের রৌপ্য পদক এবারও নিজের দখলেই রাখলেন ভারতীয় হাইজাম্পার। এদিকে ব্যাডমিন্টনেও পদক নিশ্চিত করে ফেলল ভারত। ফলে গতবারের পদক সংখ্যা এবারে ছাপিয়ে যেতে পারেন ক্রীড়াবিদরা।
আরও পড়ুন-ইমপ্যাক্🌞ট প্লেয়ার নিয়ে ভিন্ন মেরুতে রোহিত-জাহির!জোড়া বাউন্সারꦕ নিয়ে দ্রুত সিদ্ধান্ত
২৩ বছর বয়সী প্রীতি পাল মহিলাদের ২০০ মিটার টি৩৫ বিভাগে ব্রোঞ্জ পদক পেলেন, দৌড়াতে তিনি সময় নিলেন ৩০.০১ সেকন্ড,এর আগে ১০০ মিটারেও ব্রোঞ্জ পান তিনি। এবারে 🔜এটি তাঁর দ্বিতীয় পদক, ট্র্যাক🧔 অ্যান্ড ফিল্ডের স্প্রিন্টে প্রথম ভারতীয় হিসেবে শুক্রবারই পদক জিতেছিলেন তিনি।
এদিকে হাইজাম্পে টি৪৭ বিভাগে রৌপ্য পদক জি🧜তলেন ভারতের নিশাদ কুমার। ২৪ বছর বয়সী নিশাদ ২.০৪ মিটার উচ্চতায় জাম্প দিয়ে তৃতীয় প্যারা অ্যাথলেটিক্স পদক আনলেন, ভারতের এটি সপ্তম 🦄পদক এবারের আসরে।
নিশাদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছিল বিশ্বচ্যাম্পিয়ন টাউনসেন্ড রডারিকের বিরুদ্ধে। মার্কিন এই প্যারালিম্পিয়ান ২.১২ মিটার উচ্চতায় হাইজাম্প করে সোনা জেতেন। এদিকে অবনী লেখারার পর প্রীতি পাল ভারতের দ্বিতীয় ক্রীড়াবিদ যিনি একই সংস্করণে জোড়া পদক জিতলেন প্যারালিম্পিক্সে। উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরের এক কৃষক পরিবারের মেয়ে প্রীতি। পায়ের সমস্যা ছোটবেলা থেকেই। ১৭ বছর বয়সে তিনি স্প্রিন্টের পাঠ নেওয়ꦓা শুরু করেন। শেষমেষ প্যারালিম্পিক্সে স্বপ্নপূরণ হল তাঁর।
আরও পড়ুন-বর্ডার গাভাসকর 🌱সিরিজ জিতবে ভারতই! ফল হবে ৩-১… রোহিতদের হয়ে ভবিষ্যদ্🍎বাণী সানির…
এদিকে ভারতের দুই শাটলার সুহাস ইয়াথিরাজ এবং নীতেশ কুমারও পদক নিশ্চিত করে ফেলেছেন এবারের গেমসে। সুহাস গতবারও টোকিয়োতে পদক জিতেছিলেন। মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলস বিভাগে সেমিফাইনালে থুলাসিমাতি মুরুগেসন হারিয়ে দিয়েছেন মনিষা রামাদাসকে। ফলে একটি রৌপ্য নিশ্চিত ভারতের, এছাড়াও ব্রোঞ্জের লক্ষ্যে না𝄹মবেন মনিষা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।