সকলকে কিছুটা অবাক করেই সাত মাসের মধ্যে পাকিস🉐্তানের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন ইউনিস খান। আর তার জন্য অনেকেই দক্ষিণ আফ্রিকা সফ🍷রের ‘আইস বাথ’ বিতর্ককেই দায়ী করেছিলেন। এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন ইউনিস খান।
তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ‘আইস বাথ’ বিতর্কের জন্য তিনি মোটেও ൩পদত্যাগ করেননি। এবং তাঁর পদত্যাগের সঙ্গে একেবারেই অকারণে দক্ষিণ আফ্রিকা﷽ সফরের ঘটনাটি জড়ানো হচ্ছে। ‘আইস বাথ’ বিতর্ক আসলে কী?
পাকিস্তান যখন দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ছিল, তখন ইউনুস খান আইস বাথ নেওয়ার কথা হাসান আলিকে বলেছিলেন। কিন্তু আইস বাথ নিতে অস্বীকার করেছিলেন হাসান আলি। এই নিয়ে দু'জনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এটা নিয়ে পরে তীব্র বিতর্কও হয়। অনেকেই দাবি করেছেন, এই ঘটনার জন্যই ইউনিস খান ব্য়াটিং কোচের দায়িত্ব থেকে সরে দাﷺঁড়িয়েছেন।
তবে ইউনিস খান পরিষ্কার বল🐠ে দিয়েছেন, ‘হাসান আলি আমার কাছে এর জন্য ক্ষমা চেয়েছিল। এবং আমি ওকে ক্ষমা করে দিয়েছি।’ এর সঙ্গেই পাকিস্তানের প্রাক্তন ব্যাটিং কোচ বলেন, ‘হাসান আলির এই ঘটনাকেই আমার পদত্যাদের কারণ বলা হচ্ছে দেখে আমি ඣসত্যিই খুব অবাক হয়েছি।’
এর পাশাপাশি ইউনিস খান জানিয়ে দিয়েছেন, তিনি নিজে কখনও ব্যাটিং কোচ হওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হননি। বরং পাকিস্তান ক্রিকেট বোর্ডই তাঁকে প্রস্তাব দিয়েছিল। তাঁর দাবি, ‘আমি কখনওই কাজের জন্য বা কোন পজিশনের জন্য পিসিবি-র দ্বারস⛎্থ হইনি। আমাকে বোর্ডের তরফে🤪ই এই প্রস্তাব (ব্য়াটিং কোচ হওয়ার) দেওয়া হয়েছিল।’
এই কথার মাধ্যমে ইউনিস খান কি বোঝাতে চেয়েছেন, পিসিবি-র সঙ্গে কোনও সমস্যার কারণেই দু'বছরের চুক্তি থাকা সত্🏅ত্বেও তিনি মাত্র সাত মাসের মধ্যে পদত্যাগ করেছেন? এর উত্তর যদিও স্পষ্ট করে পাওয়া যায়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।