✤ ভারতীয় ক্রিকেটে একজন ক্রিকেটারের কাছে সবচেয়ে কঠিনতম কাজ হচ্ছে জাতীয় দলে প্রবেশ করা। সুযোগ পাওয়ার পর টিকে থাকার লড়াই তো আছেই। তারপর সেই ব্যাটার যদি ওপেনার বা টপ অর্ডার ব্যাটার হন তাহলে সুযোগ পাওয়া আরও কঠিন। ভারতীয় দলের বর্তমান ওপেনারদের ধারাবাহিকতা দেখে অনেক ওপেনার ব্যাটার তাঁদের ব্যাটিংয়ের জায়গা বদলে নিয়েছেন। কখনও বা দলের চাপে জায়গা বদল করতে হয়েছে। ভারতের সিনিয়র ক্রিকেটার দীনেশ কার্তিক মনে করেন অলরাউন্ডার দীপক হুডার সঙ্গে এমনইটাই করা হয়েছে। হুডাকে তাঁর ব্যাটিং পজিশন বদলাতে বাধ্য করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
🥀২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের হয়ে অভিষেক হয় দীপক হুডার। ভারতের হয়ে এখনও পর্যন্ত ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এই ১৯টি ম্যাচে ছয়টি বিভিন্ন পজিশনে ব্যাট করেছেন তিনি। গত বছর জুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে একটি টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করেন হুডা। সেই সময় তিন নম্বর পজিশনে ব্যাট করতে দেখা যায় দীপককে। কিন্তু এখন ভারতের হয়ে তিনি ৬ নম্বরে ব্যাট করেছেন।
🌠কার্তিক মনে করেন, হুডা প্রাথমিকভাবে একজন টপ অর্ডার ব্যাটার। তবে আইপিএলেও তাঁকে মিডিল অর্ডারে ব্যাট করতে দেখা গিয়েছে। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে দীনেশ বলেন, ‘৫,৬ এবং ৭ এই ব্যাটিং অর্ডারের মধ্যে বিশেষ করে ৬ ও ৭ নম্বরে ব্যাট করা অনেকটা চ্যালেঞ্জিং। দীপক ৩ নম্বরে ভালো করলেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট মনে করছে ও শেষের দিকে ভালো ব্যাট পারবে। আমি মনে করি ৬ ও ৭ নম্বরে দীপকের জন্য ব্যাট করা অনেকটা কঠিন। তবে আইপিএলে দীপক অনেকবার নিচের দিকে ব্যাট করেছে। তবে বিশেষ সাফল্যও পায়নি। ওকে দেখে মনে হয় ও পাওয়ার প্লেতে ব্যাট করতে খুব পছন্দ করে। তবে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে দীপক ৬ নম্বরে খুব ভালো ব্যাটিং করেছে।’
🐻অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার আরও মনে করেন, নবাগত জিতেশ শর্মা ভারতীয় ব্যাটিং অর্ডারে ৬ বা ৭ নম্বর ব্যাট করার জন্য উপযুক্ত। তবুও নিউজিল্যান্ড সিরিজে দীপক হুডাকে দলে জায়গা দেওয়া হবে। তবে কার্তিক মনে করেন, হুডাকে তিন নম্বরে ব্যাট করতে পাঠাক দল। তিনি টিম ম্যানেজমেন্টের কাছে অনুরোধও করেছেন। ডিকে বলেন, ‘জিতেশ শর্মা ভারতীয় ঘরোয়া মরশুমে ছয় নম্বরে ব্যাট করে। ও নিজের পছন্দের জায়গাতেই ব্যাট করতে স্বাচ্ছন্দ বোধ করবে। তবে ওকে সম্ভবত দলে দেখতে পাব না। কিন্তু আমার মতে হুডাকে একবার তিন নম্বরে সুযোগ দিয়ে দেখতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।