শিখর ধাওয়ানকে ২০২২ আইপিএলে আবার পুরনো ছন্দেই পাওয়া যাবে। এই আইপিএলে ধাওয়ান ৪৫০-৫০০ রান করবেন। এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। পাশাপা♈শি তিনি বিশ্বাস করেন, এ বারের নিলামে রাজস্থান রয়্যালস বাদ দিয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মধ্যে টানাটানি চলবে তাঁর প্রাক্তন দিল্লি ক্যাপিটালসের সতীর্থ শিখর ধাওয়ানকে নিয়ে। এবং ওপেনাদের মধ্যে নির্ভরযোগ্য হওয়ায় ভালো দামে ধাওয়ানকে আইপিএলের কোনও টিম কিনবে।
আইপিএলে ট্রফি জয়ের জন্য তারুণ্যের থেকে বেশি অভিজ্ঞতাকে এগিয়ে রাখছেন অশ্বিন। ভারতীয় জাতীয় দলের টি-টোয়েন্টি টিমে সুযোগ না পেলেও ধাওয়ানকে নেওয়ার জন্য সব টিমই আগ্রহী থাকবেন। কারণ অশ্বিনের দাবি, ধাওয়ানের মতো ওপেনার খুব কম রয়েছে। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ‘প্রবাদ রয়েছে, ওল্ড ইজ গোল্ড। এটি একেবারে সত্যি সন্দেহ নেই। আসলে, যখন টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হয়েছিল, তখন এই ফর্ম্যাটকে তরুণদের খেলা হিসাবে দেখা হয়েছিল। কিন্ত🅰ু সময় যত গড়াচ্ছে, ততই দেখা যাচ্ছে, এই ফর্ম্যাটেও অভিজ্ঞ ক্রিকেটাররা সমস্ত পার্থক্য গড়ে দিচ্ছে এবং দলকে চ্যাম্পিয়ন করতে সাহায্য করছে।’
এর সঙ্গেই অশ্বিন যোগ করেছেন, ‘তাই সব সময়ই অভিজ্ঞতার একটি মꦍূল্য রয়েছে এবং শিখর ধাওয়ান ভালো দাম পাবে। এবং ও এ বার ৪৫০-৫০০ রানও করবে। আপনি জানতে চা⛎ইতেই পারেন, শিখর ধাওয়ানকে কারা নেবে? রাজস্থান রয়্যালস ছাড়া, প্রতিটি দলেরই শিখর ধাওয়ানকে প্রয়োজন হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।