শুভব্রত মুখার্জি: আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে প্যারিসের গ্রীষ্মকালীন অলিম্পিক্সের আসর। এই অলিম্পিক্সে অংশ নিচ্ছে ২০৬টি দ🅠েশ। থাকছেন ১০,৫০০ প্রতিযোগী। ভারত থেকেও থাকছেন ১১৭ জন প☂্রতিযোগী। এবার অলিম্পিক গেমসে ভারতীয় সমর্থকরা আশা করছেন ভারতীয় স্কোয়াড তাদের ইতিহাসে রেকর্ড গড়া পদক জয় করবে। আর সেই স্বপ্নকে সার্থক করতে কেন্দ্রীয় সরকারের তরফে ও 'টার্গেট অলিম্পিক পোডিয়াম'(টপস) এবং 'অলিম্পিক গোল্ড কোয়েস্টের' মতন একাধিক স্কিম নেওয়া হয়েছে। আর এই স্কিমের আওতাতেই গেমসে ভারতের সম্ভাব্য পদকজয়ীদের বিভিন্ন ভাবে সহায়তা করা হচ্ছে।
নীরজ চোপড়া, পিভি সিন্ধু, মনু ভাকের, চিরাগ শ♐েট্টি- সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডির মতো তারকাদের অনুশীলন সহ সমস্ত বিষয়ে সহায়তা করা হচ্ছে। তাঁদের থাকা,খাওয়া, মেডিকেল দিক, কোচ, সাপোর্ট স্টাফ সব কিছুর প্রতি লক্ষ্য রাখা হচ্ছে এই স্কিমে। ১৬টি খেলায় এবার অংশ নেবে ভারত। ১৪০ জন কোচিং স্টাফ থাকবেন প্যারিসে, যাঁরা দলের সঙ্গে ইউরোপ যাবেন। ঘরে-বাইরে অর্থাৎ দেশ এবং দেশের বাইরে ভারতীয় অ্যাথলিটদের অনুশীলনের জন্য ভারত সরকারের ক্রীড়ামন্ত্রকের তরফে আর্থিক ভাবে সকল ক্রীড়াবিদদের কী ভﷺাবে কত পরিমাণ সহায়তা করা হয়েছে, আসুন তা জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে।
আরও পড়ুন: Champions Trophy 2025-এ কোনও হাইব্রিড মডেল হবে না… ভারতকে সতর্ক করলেন PCB চেয়꧒ারম্যান মহসিꦐন নাকভি
১) ভারতীয় পুরুষ হকি দল :-
অনুশীলন করেন বেঙ্গালুরুর সাইয়ের এনসি🌊ওইতে। তাদের মোট বাজেট ছিল ৪১.৮১ কোটি টাকা।
২) নীরজ চোপড়া:-
অনুশীলন করেছ🔯েন পাতিয়ালা সাই এবং ইউরোপে। মোট বাজেট ৫.৭২ কোটি টাকা।
৩) চিরাগ শেট্টি-সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি :-
অনুশীলন করেছে🙈ন তেলেঙ্গানার হায়🥀দরাবাদে পুলেল্লা গোপী চাঁদ ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে। মোট বাজেট ৫.৬২ কোটি টাকা।
৪) পিভি সিন্ধু:-
অনুশীলন করেছেন বেঙ্গালুরুতে প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্൲টন অಞ্যাকাডেমিতে। মোট বাজেট ৩.১৩ কোটি টাকা।
৫) মীরাবাই চানু:-
অনুশীল꧟ন 🌄করেছেন পাতিয়ালার সাইতে। মোট বাজেট ২.৭৪ কোটি টাকা।
৬) অনীশ ভানওয়ালা:-
অনুশীলন করেছেন নিউ দিল্লি𝔍র সাইয়ের কর্নি সিং শ্যুটিং রেঞ্জে। মোট বাজেট🦄 ২.৪১ কোটি টাকা।
৭) মনু ভাকের :-
অনুশীলন করেছেন নিউ দিল্লির সাইয়ের কর্নꦯি সিং শ্যুটিং রেঞ্জে। মোট বাজেট ১.৬৮ কোটি টাকা।
৮) সিফ্ট কৌর সামরা :-
অনুশীলন করেছেন নিউ দিল্লিরཧ সাইয়ের কর্নি সিং শ্যুটিং রেঞ্জে। মোট বাজেট ১.৬৩ কোটি টাকা।
৯) ঐশ্বরী প্রতাপা সিং তোমার :-
অনুশীলন করেছেন ভোপালের এমপি শ্যুট♌িং অ্যাক🐻াডেমিতে । মোট বাজেট ১.৫৬ কোটি টাকা।
১০) রোহন বোপান্না:-
অনুশীলন করেছেন বেঙ্গা🌠লুরুতে । মোট বাজেট ১.৫৬ কোটি টাক𝓰া।
১১) এলাভেনিল ভালারিভান :-
অনুশীলন করেছেন চেন্নাইয়ের গান ফর গ্লোরিতেﷺ । মোট বাজেট🌌 ১.৩২ কোটি টাকা।
১২) মনিকা বাত্রা:-
অনুশী♉লন করেছেন প্রাইভেট অ্যাকাডেমি , মুম্বই এবং হায়দরাবাদের এভিএসসি টিটি অ্যাকাডেমিতে। মোট বাজেট ১.৩০ কোটি টাဣকা।
১৩) অচিন্ত্য শরথ কমল :-
অ♐নুশীলন করেছেন চেন্নাইয়ের এসডিএটি একেজি টিটি ডেভেলপমেন্ট সেন্🦩টারে । মোট বাজেট ১.১৪ কোটি টাকা।
১৪) ধীরাজ বোম্মাদেভারা:-
অনুশীলন করেছেন সাই ,সোনপথে । ম💜োট বাজেট ১.০৭🌳 কোটি টাকা।
১৫) নিখাত জারিন :-
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।