জীবনের♔ শেষ একশো মিটার দৌড়ে শেষ রক্ষা করতে পা🌳রেননি বিশ্বের দ্রুততম মানব। তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিনের কাছে হেরে গিয়েছিলেন কিংবন্তি উসেইন বোল্ট। জীবনের শেষ একশো মিটার দৌড়ে পরাজয়কে সঙ্গী করেই ট্র্যাক ছাড়তে হয়েছিল বোল্টকে।
যে জাস্টিন গ্যাটলিনের কাছে হেরেছিলেন বোল্ট, তাঁকেই নিজের সবচেয়ে বড় প্রতিপক্ষ বলে মনে করেন বিশ্বের দ্রুততম মানব। যদিও ট্র্যাক এন্ড ফিল্ড ডোপিং-এর অভিযোগে দু’বার সাসপেন্ড হয়েছেন গ্যাটলিন। তবু এখনও গ্যাটলিনকে সমীহ করেন বোল্ট। মঙ্গলবার ২০২১ এইচটি লিডারশিপ সামিটের (HT Leadership Summit 2021) প্রথম দিনেই নিজের কঠিনতম প্রতিপক্ষকে নিয়ে কথা বলতেꦇ গিয়ে বোল্ট বলেন, ‘জাস্টিন গ্যাটলিন আমার সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী ছিল। মানসিক ভাবে ও সব সময় আমার কাছে কঠিনতম ছিল। তবে ওর সঙ্গে লড়াইটা মজার ছিল।’
তবে গ্যাটলিন যে ডোপিং করেছিলেন, সেটা বোল্টের একদমই পছন্দ নয়। সেই নিয়ে সরাসরি কিছু না বললেও ডোপিং নিয়ে সরব হয়েছেন জামাইকার কিংবদন্তি বোল্ট। ডোপিং প্রসঙ্গে বোল্ট যেমন বলেছেন, ‘ডোপিং বিষয়টি খুব খারাপ। এই বিষয়ে ক্রীড়া সংস্থাগুলোর অনেক বেশি কড়া মনোভাব দেখানো উচিত। নিজের জীবনের উদাহরণ দিয়ে বলতে পারি, আমি সম্মানজনক জীবন কাটাতে চেয়েছি। আমাকে দেখে অনেক বাচ্চাউ শেখে। আমি চাই, ওরা জানুক কত কষ্ঠ করে উসেইন বোল্ট নিজের পায়ে দাঁড়িয়েছে। এখানে কোনও সর্টকাট চলে না। পরিশ্রম করলে তব🅰েই ফল পাওয়া যায়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।