নতুন বিশ্ব টেস্ট চ▨্যাম্পিয়নশিপ চক্রে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতেছে ভারত। ইনিংস সহ ১৪১ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে রোহিত শর্মার দল। নিজেদের ঘরের মাঠ ডমিনিকায় টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে সেই ভাবে কিছুই করতে পারেনি তারা। অনেকে ভেবেই নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা হারতে চলেছে। তবে এই বড় ব্যবধানে হারের পর ক্যারিবিয়াবন দল নিয়ে ফের প্রশ্ন উঠছে। ম্যাচ শেষে ক্যারিবিয়ান অধিনায়ক ক্রাইগ বඣ্রেথওয়েট জানিয়ে দেন, তাদের কোথায় ভুল হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায়। ভারতীয় বোলারদের দাপটে তুরুপের তাসের মতো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। এর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। অশ্বিন পাঁচটি উইকেট ও জাদেজা তিনটি উইকেট নেন। এরপর দ্বিতীয় ইনিংসে ভারতের দেওয়া বি෴শাল রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ফের ধ্বংসের মুখে পড়ে ক্যারিবিয়ান ব্যাটিং। এই ইনিংসে মাত্র ১৩০ রানে আউট হয়ে যান তারা। তিন দিনেই খেলা শেষ হয়ে যায়। ইনিংস সহ ১৪১ রানের বড় ব্যবধানে জয় পায় ভারত।
ম্যাচ শেষের পর ক্যারিবিয়ান অধিনায় ব্রেথওয়েট তাদের ব্যর্থতার কথা বলতে গিয়ে বলেন, 'আমরা আমাদের ব্যাটিংয়ের মাধ্যমে নিজেদেরকে আরও অনেক নামিয়ে এনেছি। পিচে খুব বেশি স্পিন হচ্ছিল তাও নয়। আমার সবথেকে খারাপ লাগছে নিজের উপর। আমি কোনও রান করতে পারিনি। আমার কাজ দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সেই জায়গায় আমি ব্যর্থ হয়েছি। প্রথম ইনিংসে আমরা খুব দ্রুত উইকেট হারি🌞য়ে ফেলি। একজন সিনিয়র ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে আমি সঠিকভাবে দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারিনি।'
রবিচন্দ্রন অশ্বিন🎉 এবং রবীন্দ্র জাদেজাকে খেলার বিষয়ে তিনি বলেন, 'ওদের বিরুদ্ধে ব্যাট করা সত্যিই খুব কঠিন। ওরা খুব ভালো ফিল্ডিং সাজিয়েছে। ওদের বিরুদ্ধে ভালো করতে গেলে ডি♔ফেন্স এবং আক্রমণাত্মক ব্যাটিংয়ের মধ্যে একটা ভারসাম্য রাখতে হবে। আমরা যে শটগুলি মারার জন্য ভেবেছিলাম বা চেষ্টা করছিলাম, সেগুলি মারতে পারিনি। আমাদের ব্যাটিংয়ে আরও অনেক উন্নতি করতে হবে।'
আলিক আথানাজের সম্পর্কে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক বলেন, 'ও খুব সুন্দর ভাবে শুরু করেছে। যেভাবে ও ব্যাট করছে তাতে খেলার প্রতি ওর ভালোবাসা প্রকাশিত হচ্ছিল। ও বল💜 হাতেও অসাধারণ খেলেছে। ও খুব শক্ত মানসিকতার ছেলে এবং ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের জন্য ও অনেক ছাপ রেখে যাবে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।