শুভব্রত মুখার্জি: স্বপ্ন বাস্তবের মাটিতেও সত্যি হয়! আর এ কথা যেন প্রমান করে দিল দক্ষিণ আফ্রিকার সিনিয়র মহিলা দল। দেশের ক্রিকেটে পুরুষ/মহিলা বিভাগে ওয়ানডে/টি-২০তে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে প্রবেশ করল তারা। নিজেদের দেশের মাটিতে তাদের এই নজির সৃষ্টি হওয়ার ফলে স্বাভাবিকভাবেই তা আরও বেশি গুরুত্বপূর্ণ। আর প্রোটিয়াদের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের ওপেনার তাজমিন ব্রিটস𒀰। দুরন্ত একটা অর্ধশতরানের ইনিংস খেলে দলকে শক্ত ভিতের উপর বসিয়ে দিয়েছিলেন তিনি। আর সেই কারণেই তাঁকে ম্যাচের সেরাও নির্বাচিত করা হয়। ম্যাচের সেরা হওয়ার পরে তাঁর প্রতিক্রিয়া ছিল, এই মুহূর্তের জন্যই স্বপ্ন দেখেছিলাম!
আরও পড়ুন… বল সুইং করাতে পারি সঙ্গে ব্যাটও করি: নিজেকে হার্দিকের সঙ্গে তুলনা করলে♏ন চাহার
ম্যাচ সেরার পুরস্কার নিয়েꦚ তাজমিন জানিয়েছেন, ‘এই মুহূর্তের জন্যই স্বপ্ন দেখেছিলাম। দলের যখন আমাকে সবথেকে বেশি প্রয়োজন ছিল তখন পারফরম্যান্স করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে আমি গর্বিত। আমি প্রত্যেক দর্শককে আলাদা করে ধন্যবাদ জানাব। ম্যাচে ওরা (ইংল্যান্ড) আমাদের থেকে পিছিয়ে পড়ে। ওদেরকে (দর্শকদের) ছাড়া এটা বাস্তবে সম্ভব হত না। বাংলাদেশের বিরুদ্ধে পাওয়ার প্লেতে রানের গতি বাড়াতে হত। আমরা সেটাও করেছি। আমাদের প্রথম দিকে একটু লড়াই করেই আমদের রান করতে হয়েছে। আমরা বলেছিলাম ১৪০ রান সর্বন🌸িম্ন করতেই হবে। এছাড়াও লক্ষ্য ছিল ১৬০ রানে পৌঁছানো।'
আরও পড়ুন… টেস্টের ৯ ইনিংসে ৮০৭ রান! বিনোদ কাম্বলির ৩০ বছরের পু🌜রনো রেকর্ড ভেঙে 🉐দিলেন হ্যারি ব্রুক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।