তিনি যে শুভেচ্ছা জানাবেন, তা জানাই ছিল। কিন্তু মোহনবাগান ভারতসেরার হওয়ার মুহূর্তে কলকাতায় থাকতে না পারায় তাঁর গলা থেকে ঝরে পড়ল আক্ষেপ। তবে সেই সেলিব্রেশন ডার্বির জন্য তুল🌳ে রাখতে চান হোসে রামিরেজ ব্যারেটো। সেদিন নিজে শহরে থেকে সমর্থকদের সঙ্গে লিগ জয়ের আনন্দে মাতবেন বলে জানালেন বাগানের প্রাণভোমরা।
আরও পড়ুন : I-League: আই লিগের রং সবু🧸জ-মেরুন, 🎀দেখুন উচ্ছ্বাসের মুহূর্ত
মোহনবা🌳গানের একেবারে ঘরের ছেলে তিনি। শীত-গ্রীষ্ম-বর্ষা - একটা সময় তিনিই ছিলেন বাগানের ভরসা। অবসর নেওয💟়ার পরও বাগান ছাড়া কিছু বোঝেন না সবুজ তোতা। সমর্থকদের কাছে ব্যারেটো এখনও যেমন নয়নের মণি হয়ে আছেন, তেমনই ব্রাজিলিয়ানের মনেপ্রাণে এখনও সবুজ-মেরুন।
আরও পড়ুন : I-League: জয় টিমগেমের, আবারও ভারতসেরা মোহনবাগান!
তাই চার ম্যাচ বাকি থাকতেই গঙ্গাপারের ক্লা♏ব আই লিগ জেতার পর শুভেচ্ছা জানালেন ব্যারেটো। ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করে বললেন, 'মোহনবাগান আবারও আই লিগ জেতায় আমি অত্যন্ত খুশি। মরশুমে শক্তিশালী দল গড়ে তোলার জন্য ক্লাব-কর্মকর্তাদের নিয়ে গর্বিত। কোচ কিবু ভিকুনা, খেলোয়াড়দের জন্য গর্বিত। তাঁদের দায়বদ্ধতা দারুণ ছিল। এই মরশুমে একটা জিনিস আমা🌳র চোখে পড়েছে যে খেলোয়াড়রা উপভোগ করেছেন।'
পাশাপাশি, সমর্থকদেরও ধন্যবাদ জানাতে ভুললেন না ব্যারেটো। যেভাবে মঙ্গলবার কল্যাণীতে আবেগের বিস্ফোরণ হয়েছিল, তার সাক্ষী বহুবার থেকেছেন খোদ সবুজ তোতা। তাই কলকাতায় থাকতে না পারার আক্ষেপও ঝরে পড়েছে ব্যারেটোর গলা থেকে। তিনি বলেন, 'আমরা সমর্থকদের নিয়ে গর্বিত। যাঁরা সারা মরশুমে দলের পাশে ছিলেন। আমি ওখানে থাকলে একসঙ্গে উপভোগ করতাম। তবে সেই সেলিব্রেশনটা ড⛎ার্বির জন্য তুলে রাখছি। ডার্বিতে আমি থাকব ও একসঙ্গে সেলিব্রেশন করব।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।