শুভব্রত মুখার্জি: ভারতের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার মনোজ তিওয়ারি। বাংলার বিধায়ক তথা মন্ত্রীমশাইয়ের রঞ্জি রেকর্ড ঈর্ষণীয়। ২০১১ সালের ডিসেম্বরে জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে ওয়ানডেতে শতরানও করেন তিনি। তার পরের ম্যাচেই কোনও এক অজ্ঞাত কারণে বাদ পড়েন তিনি। পরবর্তীতে প্রায় ৭ মাস তাকে অপেক্ষা করতে হয়েছিল ফের একটা সুযোগ পেতে। ১৪ ম্যাচ বসে থাকার পরে এসেথিল সেই সুযোগ। আজও মনোজের কাছে অজানা এই ঘটনার নেপথ্য কারণ। তার গলায় আক্ষেপের সুর এখনকার টিম ম্যানেজমেন্ট যারা ৪-৫ ম্যাচে ব্যর্থ হয়ার পরেও ক্রিকেটারদের সুযোগ দিচ🦩্ছেন তারা মনোজের সময়ে থাকলে হয়ত তার কেরিয়ারটাই যেত বদলে!
দেশের জার্সিতে মোট ১২টি ওয়ানডে এবং ৩টি টি-২০ ম্যাচ খেলেছেন মনোজ। ৭ বছরের সময়কালে ৮টি আলাদা আলাদা সিরিজ মিলিয়েই এই সুযোগ পান তিনཧি। ভারতীয় ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে অমল মজুমদার, রণদেব বসুরা অনবদ্য পারফরম্যান্স করলেও তারা জাতীয় দলের হয়ে সেভাবে পারফরম্যান্স করার সুযোগই পাননি। আর♔ এই তালিকায় সব থেকে অভাগা মনোজ তিওয়ারি। সুযোগ পেয়ে শতরান করে ম্যান অফ দি ম্যাচ হয়েও বাদ! আজ পর্যন্ত বেচারি এই ঘটনাল নেপথ্য কারণ বুঝে উঠতে ব্যর্থ। সেই বিষয় নিয়েই স্পোর্টসতকে মুখ খুলেছেন মনোজ তিওয়ারি।
তিনি জানিয়েছেন 'এখানকার টিম ম্যানেজমেন্টকে দেখুন। ক্রিকেটাররা ৪-৫ টা ম্যাচ ব্যর্থ হওয়ার পরেও তাদের সাপোর্ট দিচ্ছে। পাশে দাঁড়াচ্ছে। এই টিম ম্যানেজমেন্🌄ট আমি আমার সময় পেলে ব্যাপারটাই অন্যরকম হত। নিশ্চয় মনে থাকবে আমি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০০ রান করি। ম্যান অফ দি ম্যাচ পুরস্কার পাই। তারপরেও আমাকে বসিয়ে দেওয়া হয়। ১৪টি ম্যাচ বসে থাকতে হয়। প্𝔉রথম একাদশে কোন সুযোগ পাইনি। এটা এখনও একটা রহস্য। এর নেপথ্য কারণ এখনও জানা নেই। সেই সময়ের টিম ম্যানেজমেন্টকে এই প্রশ্নটা করতে চাই।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।