এখন থেকে ঠিক দুই মাস পর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যেতে হবে টিম ইন্ডিয়াকে। এই মেগা ইভেন্টের শেষ ১৫-এ জায়গা করে নিতে এখনও যেন অডিশন চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন ২০২২ এশিয়া কাপ-এর জন্য নির্বাচিত দল থ꧙েকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ছবি পুরোপুরি পরিষ্কার নয়। এদিকে দল কেমন হওয়া উচিত,কাদের দলে থাকা উচিত এবং কাকে বাইরে রাখা উচিত তা নিয়ে এখনও সমালোচনা চলছ𒁏ে, এই বিষয়ে নিজেদের মতামত দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজাও এই তালিকায় অন্তর্ভুক্ত। যিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের আগে বলেছিলেন যে বড় টুর্না🍌মেন্টের জন্য ভারতীয় দলের প্লেয়িং একাদশ কেমন হওয়া উচিত। জাদেজা তাঁর দলের জন্য চার বোলারকে বেছে নিয়েছিলেন।যার মধ্যে তিনজন পেসার এবং একজন স্পিনার রয়েছে। একইসঙ্গে তিনি দীনেশ কার্তিক সম্পর্কে বলেছেন যে তিনি যেন আমার সঙ্গে বসে ধারাভাষ্য করেন।
আরও পড়ুন… ১০০ বা ২০০ নয়, একেবারে ৬০০! বাইশ গড়ে বিশেষ রেকর্ড গড়লেন কা👍য়রন পোলার্ড
ফ্যানকোডে,জাদেজা বলেন,‘আমি শামিকে দলে অন্তর্ভুক্ত করেছি। আমি প্রথমে বোলার বেছে নিই। তাই শামি অবশ্যই আছে। বুমরাহ,আর্শদীপ এবং চাহাল। এই চারজন অবশ্যই আছে। ব্যাটিংয়ে আমার কাছে চারটি জায়গ নিশ্চিত। এই তালিকায় রয়েছেন ঋষভ পন্ত,হার্দিক পান্ডিয়া,স🥃ূর্যকুমার যাদব এবং দীপক হুডা। এই বোলিং আক্রমণের দিকে তাকালে,পাওয়ারপ্লে,মিডল ওভার এবং ডেথ ওভারে বোলিং করার কৌশল আপনার আছে। ব্যাটসম্যানরা যে কোনও জায়গায় ব্যাট করতে পারেন।’
অজয় জাদেজা আরও বলেছেন,‘এখন আপনি যদি আমি যেভাবে শুনেছি (আক্রমণাত্মক ক্রিকেট) খেলতে চান তবে 🐬আপনাকে আলাদাভাবে বেছে নিতে হবে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা যদি আসেন,তবে আপনার দীনেশ কার্তিককে সর্বদাই প্রয়োজন। তিনি আপনার বীমা,কিন্তু যদি সেটা না হয় তাহলে এখানে দীনেশ কার্তিকের কোনও কাজ নেই।’
আরও পড়ুন… না ক🍰রল BCCI! পাকিস্তানের দলের বিরুদ্ধে খেলা হবে না বাংলার
অজয় জাদেজা আরও বলেন,‘হ্যাঁ,আমি কার্তিককে সেখানে রাখব না, সে আমার পাশে বসতে পারে। ধারাভাষ্যকা☂র হিসেবে সে খুব ভালো,কিন্তু সেখানে,দলে আমি তাঁকে বাছাই করব না। এখন সিদ্ধান্ত হল আপনি রবীন্দ্র জাদেজার চরিত্রে চান নাকি অক্ষরকে চান। যদি আপনি ধোনির স্টাইলে যান তাহলে কোহলি,রোহিত এবং কার্তিককে রাখুন, কিন্তু আধুনিক ক্রিকেটে আপনাকে কার্তিককে বাদ দিতেই হবে। এমনকি কোহলিও ফর্মে আছেন কি না তার উপর নির্ভর করতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।