প্রাক্তন অজি উইকেট-রক্ষক-ব্যাটসম্যান ইয়ান হিলি ৯ ফেব্রুয়ারি থেকে ন🌼াগপুরে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ভারতের পক্ষে ২-১ জয়ের ভবিষ্যদ্বাণী করেছেন। যদি না ভারত 🍸কোন ভুলভাল উইকেট তৈরি করে।
দুই দল বর্ডার-গাভাসকর ট্রফির জন্য চারটি টেস্ট খেলবে এবং সিরিজটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হ♋তে চলেছে। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে পৌঁছতে এই টেস্ট সিরিজ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
হিলি সোমবার সংবাদমাধ্যমে বলেছেন, ‘ওরা (ভারত) একটি ভালো দল পেয়েছে💝। কিন্তু আমি ওদের স্পিনারদের ভয় পাই না। যদি না ওরা অযৌক্তিক উইকেট তৈরি করে।’
আরও পড়ুন: শিশির ফ্যাক্টর- 2023 ODI WC-এর ম🍸্যাচ সকাল সাড়ে ১১টা থেকে শ🥂ুরুর দাবি অশ্বিনের
তিনি যোগ করেছেন, ‘যদি ওরা ভুলভাল উইকেট তৈরি করে, যেমন গত বারের অর্ধেক সিরিজে করেছিল (আমরা জিতব না), দু'টি উইকেট ছিল ভয়ঙ্কর, অন্যায্য, স্পিনাররা প্রথম দিন থেকেই মাথার উপর উঠে লাফালাফি করছি🧸ল। সুতরাং এই ধরনের উইকেটে ওরা আমাদের চেয়ে ভালো খেলবে, কিন্তু তারা যদি ফ্ল্যাট উইকেট পায় যা ভারত আগে রেখেছিল, চমৎকার ফ্ল্যাট ব্যাটিং উইকেট এবং সে ক্ষেত্রে বোলারদের সত্যিই কঠোর পরিশ্রম করতে হবে, আমি মনে করি আমরা এটা করতে পারি। কিন্তু (আমার) ভবিষ্যদ্বাণী হল, (মিচেল) স্টার্ক প্রথম টেস্টে অনুপলব্ধ হলে, ভারত ২-১ সিরিজ জিতবে।’
আরও পড়ুন: ভিডিয়ো- ধোনির মতো হেলিকপ্ট🌌ার শটে ৯৭ মি💎টারের লম্বা ছক্কা, ৮টি ছয় মেরে নজির কোহলির
অস্ট্রেলিয়ান পেস-বোলিং তারকা সম্ভবত তাঁর চোটের কারণে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টটি খেলতে পারবে না। সম্প্রতিꦍ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের সময় বোলিং হাতের আঙুলে চোট পেয়েছিলেন। হিলি বলেছেন, ‘ওর (স্টার্ক) প্রথম টেস্ট না খেলার নিঃসন্দেহে উদ্বেগের। তবে আসল বিষয় হল যে, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ টেস্টে আপনার যে বোলিং দরকার, তা পাওয়ার জন্য আপনার কাছে খুব বেশি সময় থাকবে না। স্টার্ক প্রথম টেস্টে না খেলতে পারলে, দ্বিতীয় টেস্টে খেললেও, দুর্দান্ত নাও খেলতে পারে... এর পরে অন্য কোন ওয়ার্মআপ ম্যাচ পাবে না ও।’
তবে অ্যাশেজে অস্ট্রেলিয়ার সাফল্য নিয়ে অনেক বেশি আশাবাদী এই কিংবদন্তি উইকেটরক্ষক। ইংল্যান্ডে এই বছরের জুন-জুলাইতে অস্ট্রেলিয়ার জন্য ব্যাজবল পরীক্ষা করার একটি দু🦩র্দান্ত সুযোগ থাকবে। কোচ ব্রেন্ডন ম্যাকালাম এবং অধিনায়ক বেন স্টোকসের অধীনে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে অজিরা সিরিজ ৩-১ ব্যবধানে জিতবে। এমনটাই মনে করেন ইয়ান হিলি। তবে অস্ট্রেলিয়ার কোনও প্লেয়ারের চোট হয়ে গেলে সে ক্ষেত্রে চাপে𓄧 পড়তে হবে।
ꦯতিনি বলেছেন, ‘যদি আমরা বোলিং আক্রমণে কোনও চোট না পেয়ে থাকি এবং আমরা আমরা সেরা দলকে খেলাতে পারি, তা হলে অস্ট্রেলিয়া ৩-১ জিতব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।